আমাদের কথা খুঁজে নিন

   

পরোক্ষ ধূমপান হতে অধুমপায়ীদের স্বাস্থ্য রক্ষায় পাবলিক পেস ও পরিবহন ১০০% ধুমপানমুক্ত করার দাবী



পাবলিক পেস ও পরিবহন ১০০% ধুমপানমুক্ত করার দাবীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিফলেট ক্যাম্পেইন ধূমপানের ধোঁয়া ধূমপায়ী ও অধূমপায়ী উভয়ের জন্যই ক্ষতিকর। বাংলাদেশে নারী এবং শিশুরা পরোক্ষ ধূমপানের কারণে বহুলাংশে ক্ষতিকর হচ্ছে। গোবাল এডাল্ট টোবাকো সার্ভে (গ্যাটস্) এর ২০০৯ সালের তথ্যানুসারে ৩০% প্রাপ্ত বয়স্ক নারী কর্মস্থলে এবং এবং ২১% নারী জনসমাগম স্থলে পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে। ধূমপান না করেও পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন বাংলাদেশের প্রায় ১ কোটি নারী। পরোক্ষ ধূমপান হতে অধুমপায়ীদের স্বাস্থ্য রক্ষায় পাবলিক পেস ও পরিবহন ১০০% ধুমপানমুক্তকরন জরুরী।

আজ বিকাল ৩ টায়, মানব উন্নয়ন সংস্থা, বিআরসিটি, বেডো, নিরাপদ ডেভলপমেন্ট ফাউন্ডেশন এবং ডাবিউবিবি ট্রাস্টের সম্মিলিত উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় এর অপরাজেয় বাংলার সম্মুখে একটি লিফলেট ক্যাম্পেইন থেকে এ দাবি জানানো হয়। লিফলেট ক্যাম্পেইন শেষে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে কলাভবন লাইব্রেরী হয়ে টিএসসি চত্বর প্রদণি করে শেষ হয়। নিরাপদ ডেভলপমেন্ট ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক ইবনুল সাইদ রানা বলেন, বর্তমান তামাক নিয়ন্ত্রণ আইনে কিছু সীমাবদ্ধতা রয়েছে। সকল পাবলিক পেস ও পরিবহন আইনে ধূমপানমুক্ত স্থান হিসেবে সংজ্ঞায়িত করা হয়নি, পাবলিক পেস ও পরিবহনে ধূমপানের স্থানের বিধান রয়েছে, মালিক বা তত্ত্বাবধায়ক কর্তৃক ধূমপানমুক্ত সাইন স্থাপন না করলে জরিমানার বিধান নেই, আইন বাস্তবায়নে কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তার সংখ্যা সীমিত। এসকল প্রতিবন্ধকতা কাটিয়ে উঠার জন্য তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করা প্রয়োজন।

ডাবিউবিবি ট্রাস্টের প্রোগ্রাম ম্যানেজার সৈয়দ মাহবুবুল আলম বলেন, কর্মস্থলে বা গৃহে পরো ধূমপানের প্রভাবে এ্যাজমা, স্তন ক্যান্সার, ফুসফুস ক্যান্সার হওয়ার সম্ভবনা বৃদ্ধি পায়। পরো ধূমপান হতে জনগনকে রায় ১০০% ধূমপানমুক্ত করতে নিজ অফিস, কর্মস্থল, গৃহ এবং নিয়মিত যাতায়াত করেন এমন সকল স্থান ধূমপানমুক্ত করা এবং নিজ প্রতিষ্ঠান ও গৃহে ধূমপানমুক্ত সাইন স্থাপন করা প্রয়োজন। বক্তারা পাবলিক পেস ও পরিবহনে ধূমপানের স্থান সংক্রান্ত বিধান বাতিল করে ১০০% ধূমপানমুক্ত করা, সকল পাবলিক পেস, পরিবহন, কর্মস্থল, রেষ্টুরেন্ট, সেলুন, বেসরকারী প্রতিষ্ঠান, শিল্পকারখানাসহ সকল জনসমাগমস্থলকে আইনে ধূমপানমুক্ত স্থানের আওতায় নিয়ে আসা, পাবলিক পেস ও পরিবহনের একাধিক দৃষ্টিগোচর স্থানে সতর্কতামূলক নোটিশ এবং ধূমপানমুক্ত সাইন স্থাপন ও প্রদর্শন, পাবলিক পেস ও পরিবহন ধূমপানমুক্ত ধারাটির প্রয়োগ নিশ্চিত করতে সিভিল সোসাইটিকে আইনের মাধ্যমে মনিটরিং ও বাস্তবায়নের অংশগ্রহণ নিশ্চিতকরণের বিষয়ে সুপারিশ জানান। কর্মসূচীতে পিএসএস, রানী-নওঁগা এর কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকবৃন্দ অংশগ্রহণ করেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.