আমাদের কথা খুঁজে নিন

   

পরোক্ষ ধূমপানেও রেহাই নেই, আছে ক্যান্সারের ঝুঁকি

লেখক/কবি

তামাক জাতীয় উপাদানের অবশেষ থেকে ঘরবাড়ির মতো বদ্ধ স্থানে এক ধরনের বিষাক্ত উপাদান তৈরি হয়। এ ধরনের উপাদান ক্যান্সারের জন্য দায়ী। সম্প্রতি একদল গবেষক এ ব্যাপারে নিশ্চিত হয়েছেন। এ গবেষণায় তাঁরা আরো জানতে পেরেছেন, ধূমপান শেষ হয়ে যাওয়ার অনেকক্ষণ পরও এর অবশেষ আশপাশের বস্তুর গায়ে লেগে থাকে। বদ্ধ ঘরের বাতাস দূষিত হয়।

দূষিত এ উপাদানে ক্ষতিকারক নাইট্রাস এসিড থাকে, যা শরীরে ক্যান্সারের অনুঘটক হিসেবে কাজ করে। লরেন্স বার্কলে ন্যাশনাল ল্যাবরেটরির এক গবেষণায় নতুন এ স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জানা গেছে। লরেন্স বার্কলে গবেষণাগারের রসায়নবিদ হুগো ডেসটেইলাস বলেন, জ্বলন্ত তামাক থেকে বাষ্প আকারে নিকোটিন নির্গত হয়। এ ধরনের নিকোটিন বদ্ধ ঘরের মেঝে, দেয়াল, কার্পেট, আসবাবপত্রের মতো আশপাশে থাকা কম-বেশি সবকিছু দিয়ে শোষিত হয়। আর এসব জিনিসের ভেতর দূষিত এ উপাদানটি পরবর্তী কয়েক দিন, সপ্তাহ, এমনকি মাসখানেক ধরেও অবস্থান করতে পারে।

গবেষণায় দেখা গেছে, ধূমপানের অবশেষ এ নিকোটিন পরিবেশের নাইট্রাস এসিডের সঙ্গে বিক্রিয়া করে বিশেষ ধরনের কারসিনো জেনিক টোব্যাকো নাইট্রোস এমিন বা টিএসএনএ গঠন করে। ধূমপানের কারণে পোড়া তামাক থেকে নির্গত উপাদানগুলোর মধ্যে টিএসএনএ সবচেয়ে ক্ষতিকর। এটি ক্যান্সার তৈরি করতে পারে। এ সম্পর্কিত একটি গবেষণা প্রতিবেদন সমপ্রতি প্রসিডিং অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্স জার্নালে প্রকাশ হয়েছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.