আমাদের কথা খুঁজে নিন

   

ষষ্ঠ শ্রেণীতে বাধ্যতামূলক কম্পিউটার শিক্ষা -- সত মুস্তফা জব্বারের লড়াই

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা সরকার ২০১২ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণীতে আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) নামক একটি নতুন বিষয়কে বাধ্যতামূলকভাবে পাঠ্য করছে। সন্মানিত মুস্তফা জাব্বার লিখেছেন," ২৪ বছর ধরে এমন একটি ব্যবস্থার জন্য যে লড়াই করছি, এই সিদ্ধান্ত তার প্রথম বিজয়। .........." ভাষার ব্যবহার এমনি যে, উনি একাই লড়ে গেছেন(?)। অন্য কেউ ছিলেন না বা কোন সাথী পান নি তার এই মহত লড়াইয়ে(?)। মন্তব্য এইখানে সন্মানিত(সত) মুস্তফা জাববারের জ্ঞতার্থে জানানো যাচ্ছে যে, "ওপেন অফিস" এখন "ওপেন সোর্স" এর সফ্টওয়্যার হিসেবে পুরোপুরি গন্য করা হয় না।

কারন "ওপেন অফিস" পূর্বে "সান মাইক্রোসিস্টেম্স" প্রতিষ্ঠান এর একটি অংগ থেকে উন্নয়ন কাজ করা হোত। "সান মাইক্রোসিস্টেম্স" প্রতিষ্ঠানটি "ওরাকল" প্রতিষ্ঠান কর্তৃক ক্রয় করা হয়ে গেলে, "ওপেন অফিস" উন্নয়নে নিয়োজিত পেশাজীবিরা "ওরাকল" প্রতিষ্ঠান কর্তৃক ক্রয়কৃত "সান মাইক্রোসিস্টেম্স" প্রতিষ্ঠান এর যেই অংগ থেকে বেরিয়ে এসছেন। কারন তারা "ওরাকল" বানিজ্যিক মনোভাব ও "ওপেন সোর্স" এর জনসেবা মুলক ভাবধারার মধ্যে বৈপরত্য দেখতে পেয়েছেন। অথবা বলতে পারেন "ওরাকল"কে "ওপেন সোর্স" এর জনসেবা মুলক ভাবধারার সংগে সংগতিপূর্ন মনে করেন নি। ঐ প্রতিষ্ঠান থেকে "ওপেন সোর্স " এর অধিকাংশ পেশাজীবিরা বেরিয়ে এসে গঠন করেছেন "লিব্রে অফিস"।

তাই "উবুন্টু" র সর্বশেষ সংস্করন ১১.০৪ এ "ওপেন অফিস"নেই, সংযোজিত করা হয়েছে "লিব্রে অফিস"। যেহেতু এম এস ওয়ার্ড শিখতে হলে "উইন্ডোজ" "ও এস" কিনতে হবে (সস্তা বিদ্যালয় সংস্করন হলেও), এম এস অফিস ও কিনতে হবে("ও এস পাঁচ হাজার ও এম এস অফিস অতিরিক্ত পাঁচ হাজার ধরা হলে, মু‌ল্য দাড়ায়= ১০,০০০ = দশ হাজার টাকা, ১,০০,০০০ (এক লক্ষ) কম্পউটারে এই দুটো সফ্টওয়্যার স্থাপন করতে হলে লাগবে ১০,০০০ টাকা x ১,০০,০০০ কম্পুটার = ১০০,০০,০০,০০০ = একশত কোটি টাকা), সেহেতু ভাল বানিজ্য হবে। অন্য দিকে বিনা মূল্যের "উবুন্টু" র সর্বশেষ সংস্করন এ সংযোজিত করা হয়েছে "ওপেন সোর্স" এর "লিব্রে অফিস"। যদি ১,০০,০০০ কম্পুটারে ১০টাকা দামের "উবুন্টু" সিডি ও দেয়া হয়, সরকারের ব্যয় হবে মাত্র ১০,০০,০০০(দশ লক্ষ টাকা)। বাংলা "উবুন্টু" তথা অধিকাংশ "লিনাক্স ও এস " এ "ও এস" ও "অফিস" সফ্টওয়্যরের সাথেই আসে।

মুনাফার প্রতিযোগীতায় শীর্ষ স্থানে নিরলজ্জ ভাবে অবস্থান করনের জন্য মাইক্রোসফ্ট বা এ্যপলকে "ওপেন সোর্স" অনুসরন করেনি। তাই বাংলাদেশের জন্য কোনটি ভাল ও সাশ্রয়ী সহজেই অনুমেয়। এ ছাড়াও "ওপেন সোর্স" ভানডারে রয়েছে হাজার শিক্ষনীয় বিনামূল্যের সফ্টওয়্যর। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।