আমাদের কথা খুঁজে নিন

   

দেখতে কি পারো তুমি আমার চোখে অক্ষম চিৎকারে বাচাঁর নেশা…

বিকেলে ফিরছিলাম কাজ শেষে। চারপাশে আকাশ ভরা তখন অপূর্ব আকাশ। মেঘলা বিকেল বেয়ে সন্ধ্যা নামতে চাইছে। কালো মেঘ, তার উপরে সাদা রূপালি আর তার উপরে নীল আকাশ। সে আকাশেও রঙের ছটা।

ঝড়ো বাতাস সেই রঙ ছড়িয়ে দিতে চাইছে আনাচে কানাচে, মাতিয়ে দিয়ে যাচ্ছে দাঁড়িয়ে থাকা গাছ আর গন্তব্যে ছুটে চলা মানুষদের উদাসীন ব্যস্ততাকে। আকাশ পথেও বাড়ি ফেরা পায়রা। মেঘের সঙ্গে সেও ভাসতে চাইছে। ডানায় মেখে নেয়া তার মেঘ রঙ- কাজল কালো আর তুলোতুলো পেঁজা সাদা। পথের ধারের শিমুল ডালের সব পাতাও বুঝি পায়রা হয়ে যেতে চায়-মাতাল হাওয়ার উড়ুউড়ু… অন্ধকার জীবনের ব্যর্থতা ভরা টুকরো টুকরো মৃত্যু পেরিয়ে বুঝতে পারি বেঁচে আছি।

বেচেঁ আছি অনাবিল আকাশ ভরা বাস্তবতায়, ছড়িয়ে থাকা মুঠোমুঠো সৌন্দর্যের মাঝে। বেচেঁ আছি এখনও -------------------------- গান টা শিরোনামহীন এর – নিশ্চুপ আধাঁরে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.