আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকবি রবীন্দ্রনাথ ও জাতীয় কবি কাজী নজরুলের কয়বার জন্ম মৃত্যু ?

আমাদের মত সাধারণের অধিকাংশেরই দুটো জন্ম দিন। একটা আসল অন্যটা সাটিফিকেট অনুসারে । কিন্তু মৃত্যু দিবস একটাই । অবশ্য কোন কোন বিশিষ্টজনেরও একাধিক জন্মদিন পালিত হয় । কিন্তু তাই বলে রবীন্দ্রনাথ ও নজরূল ইসলামের একাধিক জন্ম মৃত্যূ দিবস মেনে নেওয়া যায় না এতে তাঁদের প্রতি সম্মানের চেয়ে অসম্মানই প্রদর্শন করা হয় বলে আমি মনে করি এবং দুঃখ পাই ।

কারণ তাঁরা বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করেছেন, বিশ্ব দরবারে পরিচিত করেছেন, মুখ উজ্জ্বল করেছেন বাঙালি জাতির । তাঁদের বেলায় এ তাচ্ছিল্ল মেনে নেওয়া যায় না । জাতীয় স্বার্থে সংবিধান সংশোধিত হয়, সেখানে পঞ্জিকা সংশোধিত হতেই পারে । কিন্তু আমাদের রাজকার্য ও অর্থনীতি, শিক্ষা সবই পরিচালিত হয় ইংরেজি পঞ্জিকা অনুসারে । শুধু বাংলা নববর্ষ আর দোকানের হালখাতা ছাড়া যে বাংলা পঞ্জিকার কোন ব্যবহার নাই সেই বাংলা পঞ্জিকা সংস্কারের ফলে আমাদের সরকার ও দেশের কী উপকার হয়েছে তা বুঝি না তবে রবীন্দ্রনাথ ও নজরুল ইসলামের দুটো জন্ম ও দুটো মৃত্যুদিনের শুরু হয়েছে সেই থেকে ।

তার আগে বাংলাদেশ ও পশ্চিম বাংলায় এক পঞ্জিকা অনুসারে একই দিনে তাঁদের জন্ম মৃত্যু দিবস পালিত হোতো । আমার মনে হয় সংস্কার করার সময় দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে সংস্কার করা উচিৎ ছিল । তা যখন হয় নাই তখন আমাদের সরকারকেই উদ্দোগ নিতে হবে সমস্যা সমাধানের । এবছর রবীন্দ্রনাথের সার্ধশত জন্ম জয়ন্তী পালিত হোলো দুই দেশের যৌথ উদ্দোগে, আশা করেছিলাম বিশিষ্টজনেরা বিষয়টি নিয়ে আলোচনা ও সমাধান করবেন । কিন্তু তা নিয়ে কারো মাথা ব্যাথা নাই এমনকি সংস্কৃতিসেবীদেরও ভ্রুক্ষেপ নাই ।

ভাব দেখে মনে হয় তাদের ভালোই হয়েছে কারণ দুই দেশে দুই দিন জন্ম মৃত্যু পালিত হলে তারা বেশী অনুষ্ঠানে গান গেয়ে আলোচনা সমালোচনা করে বেশী রোজগার করতে পারছেন । আমাদের একজন বিশিষ্ট শিল্পী ইদানিং দুই দেশে রবীন্দ্রকণ্যা হিসেবে স্বীকৃতি পেয়েছেন এবং তা মাথা পেতে নিয়েছেন । কিন্তু তার পিতার দুটি জন্ম মৃত্য দিবস পালিত হচ্ছে এ ব্যাপারে তার কোন মাথাব্যাথা নাই । যদি থাকতো তাহলে এতোদিনে সমস্যার সমাধান হোতো । কারণ তিনি দুদেশের মানুষের কাছেই প্রিয় শিল্পী ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাজনীতিক সুধীজনসহ সংশ্লিষ্টজনের কাছে আমার মিনতি অচিরেই এ সমস্যার সমাধান করুন যতে রবীন্দ্রনাথ ও নজরলের জন্ম মৃত্যু দুদিন পালিত না হয় । আর তা যদি আমরা না পারি তাহলে এসব উৎসব পালন না করাই উচিৎ । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.