আমাদের কথা খুঁজে নিন

   

কবিতাঃ মৃত নগরের ডায়েরী

I deem them mad because they think my days have a price... এই মৃত শহরের আনাচে কানাচে এখন অজস্র বৃদ্ধ কঙ্কালের স্তুপ হাড় গোড় চুইয়ে চুইয়ে পড়ে সারা শহরের গা বেয়ে অসংখ্য শকুনির চোখে জলে উঠে বহুদিনের ক্ষুধার্ত লোভাতুর সপ্ন আবার এসেছে শিকার... এই মৃত নগরের মধ্যরাতগুলো এখন বিষিয়ে উঠে টাকায় বেচা শরীরের চিৎকারে একে একে গজে উঠে মধ্যরাতের সব লিঙ্গ রাতের গভীরেই গায়ে গায়ে লেপটে থাকে অসম অধিকার হাত বাড়ালেই দেহের উঁচুনিচু ভুমি এইবার সব হবে...... এই মৃত নগরে আমি শুধুই নাগরিক অন্য কিছু নই নিয়ম করেই চলে ভোর থেকে মধ্যরাত চোখ মেললেই বৃদ্ধের কান্না অথবা মধ্যরাতের তরুণীর কোমল বাহু আমি শুধুই নাগরিক এই মৃত নগরে ভিন্ন কিছু নই......  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।