আমাদের কথা খুঁজে নিন

   

দ্বন্দ্বের স্বপক্ষে

সন্দেহে আছি সত্য

বস্তু সে যে অবস্তুর পানে চেয়ে রয় অপলক অবস্তু ছুটে আসে বস্তু হতে বস্তুর আকরে ভাব আছে চেতনা আছে আছে যে অচেতন এরই মাঝে দোল খায় যতসব মিথ আর বিজ্ঞান সত্য মিলাবে একটি বিন্দুয় অথবা যাবে ছড়ায়ে সিন্ধুয় এর উত্তর পাওয়া তো হয় না জলে জেলের কাছে নাই এর উত্তর যদিও মানুষ ধরার কাজে নেমেছিল সে পিতর যীশুর করতলে সুদ যে খায় যে বলে সাপের বিষ ভালো (?) যে বলে মিথ্যায় লুকায়ে থাকে সুন্দর তার ভেতর বাহির কোনো উপোশেই পাবে না সংযম যেন এক অন্যথা সঙ্গতি গাওয়া হবে এই মরুতে ঐ মেরুতে তার ফুল তার কাঁটা তার পাপ অপরাধমালা কার কাছে তবে করবে প্রার্থনা? যে বলে সে মুরতি চেনে অসীমের সে জানে না সসীমের মাঝখান থেকে যে অসীমের ডাহুক ডাক শোনা যায় তা খুনির হৃদয় তাকেও করে সিক্ত বেতের বনে মাতাল যে কনে গলায় দড়ি দিলো তার হাত মুঠোতে নিয়ে সকল নবী আর অবতারেরাও কি অসহায় যায় না হয়ে? জানতে শখ খুব তিনি এক লেলিহান আগুনের ভয় দেখালেন তিনি কহিলেন এসব কিছু নাই মাস্তিতে কত আর বসে মন একান্ত ক্রন্দন কে না কাঁদে? তোমার মোম শরীর পোড়াবার যে আগুন তা যদি আসে ঐ লিঙ্গের কাছ থেকে তবে ভাবনাগুলো আগে চেতন না পরে চেতন আগে বস্তু না পরে অবস্তু এইসব প্রশ্নের নেহায়েত উত্তর খুঁজে ফেরে শাড়ির আঁচলে উত্তরীয় সম্বিদে আত্মহনন যদি শোভন হতো হতো যদি সত্য সুন্দর তবে শখ করে কে আর সিসিফাস হতে চায়। চায় কি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।