আমাদের কথা খুঁজে নিন

   

অতৃপ্ত কথন

আমার 'কলম' আজো আছে আমার সাথে, আমার কষ্টের সঙ্গী হয়ে,আমার সুখের ভাগ নিয়ে দেনা-পাওনা চুকিয়ে,এক চিলতে হাসি হয়ে... তোমার সময় অনেক বেশিই নির্দিষ্ট! তুমি খুশী হও খানিক বাদেই হও দুঃখী যেনো খুশীটা কাউকে করে দান, দুঃখ থেকে তাকে দিলে পরিত্রান! তবে বুঝবেনা সে কখনোই তোমার অবদান! এমনই হয়,এমনই হতে হয় তুমি চাইলেও বদলাবে না,থেমে যাবে না আবেগ অথবা স্বপ্নের অপচয়! মানুষের মন এভাবেই বুঝি বধির হয়! আপন স্বত্তার আপন আকাশে সর্বত্রই উড়ে বেড়ায় চেনা পাখীর দল, সে দলে তুমি শামিল থাকো হয়ে খানিকটা নির্ভর ! আকাঙ্ক্ষার সূর্য যখন অস্ত চলে যায় বেদনার মেঘলা আকাশ থেকে চাঁদ ও হারিয়ে যায়, তখন রয়ে যায় কিছু শুকতারা জ্বলে আপন মনে,যেনো তোমার চোখের জল চিকচিক করে,আঁখির কোনায়! কেউ সুখ পেয়ে খুশী,কেউ দিয়ে খুশী তবে যে দেয় পাওয়ার দাবী তারই বেশি নিতে চাও নাও,যতো খুশী নাও, নিকষ আঁধার থেকে দূরে সরে রও আঁধারের বেদনা বড় ভয়ংকর ! আমি দিয়ে গেলাম একরাশ হাসি রেখে গেলাম খুশির নদী যা আমারই সাগর থেকে তৈরী, তুমি আঁজলা ভরে খুশী নাও আর দুঃখের জল গুলো আমায় দাও আমি বয়ে নিয়ে আবারো ফিরে আসি আমার সাগর জোয়ারে ! আমি ঢেলে দিলাম অজস্র মায়া তুমি চোখে এঁকে রেখো ভালোবাসার তুলিতে খানিকটা জড়িয়ো, মায়ার তুলিতে আঁকা সে ছবি আমারই দেয়ালে ঝুলবে নিরবধি আমি জানবো,ওটা আমারই মায়ায় আঁকা তোমার সেরা ছবি! তুমি বারে বারে খুঁজে ফিরো শূণ্য হৃদয়ের কান্নায় বারে বারে ডেকো আমি সাড়া দেবো না,আমি নিশ্চুপ রবো তবে তোমার শূণ্য হৃদয় ঠিকই পূর্ণ করবো ভালোবাসার ছোঁয়ায় ! তুমি খুঁজে ফিরো বারে বারে আমি দূরে রয়ে যাবো তোমার অগোচরে শূন্য হৃদয়ের কান্না কখনো শুনেও শোননি তাই, তুমি দেখেও দেখোনি অশ্রু কথা কয় তুমি জানতেও চাওনি কি করে ভুলের পাহাড় ভাঙ্গতে হয়! তুমি একলা বসে হিসেব কষো বারে বারে ভুল করো, কারন? আমি অংকের নিয়মের বাইরে আমি সূত্রের অনেক অনেক আড়ালে আমি তোমার বুঝার বাইরে!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।