আমাদের কথা খুঁজে নিন

   

অতৃপ্ত ভেজা মন

আমি অবুঝ

সকাল ৭.৩০ মিনিট। চোখ খুলেই জানালা দিয়ে তাকিয়ে দেখি আকাশ কালো মেঘে ঢাকা। মনটা কেমন যেন উদাসিন হয়ে গেলো। ওয়াস রুমে গিয়ে ফ্রেস হয়ে বের হলাম। অফিস যেতে হবে।

দুইটা ব্রেড টোস্টার এ দিয়ে, হিটার এ কফি বসালাম। বাইরে ঝির ঝির বৃষ্টি শুরু হইছে। মনটা আরো উদাস হয়ে গেলো। তাড়াতাড়ি নাস্তা সেরে অফিসের জন্য রেডি হয়ে, শুরু হলো গাড়ি খোঁজা। গত তিন দিন আগে গাড়িটা একটু দুরেই পার্ক হয়েছিলো, বাসার নিচের পার্কিং এ জায়গা খালি না থাকায়।

এখন তুমুল বেগে বৃষ্টি শুরু হয়েছে। আমার অফিসে যাওয়ার রাস্তাটা পাহাড় আর সমুদ্রের মাঝ দিয়ে। পাহাড়ের গা বেয়ে বৃষ্টির পানি ঝরে পড়তেছে। সাগরের দিকে তাকিয়ে দেখি আনেক বড় বড় ঢেও সাগর পাড়ে আছড়ে পড়ছে সাথে আছে তার নিয়মিত গর্জন। দূর সাগর গভীর অন্ধকারে ছেয়ে আছে।

মনের ওজান্তেই গাড়ির গতি কমিয়ে এনেছি। এখন আর অফিস যেতে ইচ্ছে করছেনা। আজ তোমাকে খুব অনুভব করছি। মনে আছে তোমার, আমরা যখন এক সাথে ছিলাম, প্রতিটা বৃষ্টিই উপভোগ করটাম। একসাথে বৃষ্টিতে ভিজতাম।

তুমি বাসায় গিয়ে আম্মুকে বলতে তুমি ছাতি নিতে ভুলে গেছেলা। তোমার আম্মু তোমাকে বকাবকি করতো। রোজ একই ভূল হয় কেন। আমি জানতাম তুমি ইচ্ছে করেই ভুল করতে আমাকে সঙ্গ দেয়ার জন্য। বৃষ্টি দেখলে না ভিজে যে আমি থাকতে পারতাম না।

আজ সাগড়ের পাড়ে এই বৃষ্টিতে তোমার হাত ধরে ভিজতে খুব ইচ্ছে করতেছে। এখন তুমি বৃষ্টিতে ভেজা ছেড়ে দিয়েছ। আমার থেকে অনেক দূরে তুমি। তবুও মন যে মানে না। জানি তোমাকে নিয়ে বৃষ্টিতে ভেজা আর সম্ভব না।

তাই অতৃপ্ত ভেজা মন নিয়ে আবার ও অফিসের দিকেই চলে গেলাম *শাহাদাত আলম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।