আমাদের কথা খুঁজে নিন

   

অতৃপ্ত তৃষ্ণা

তুমি আমার খুব কাছে
তুমি আমার খুব কাছে
তোমার ছেড়ে দেয়া শ্বাস প্রশ্বাস
খুব আমার কানে বাজে।
তোমার দেহে জন্ম নেয়া উত্তাপ
খুব আমার গায়ে লাগে।
কমলার কোষের মত দুটি ঠোট
খুব আমার চোখে বাঁধে।
হরিণীর মত ডাগর ডাগর দুটি চোখ
আমার খুব প্রাণ কাড়ে।
ইচ্ছে হয় তোমাকে গভীর মমতায়
একটু ছুয়ে দেখি।
ইচ্ছে হয় তোমার কপালে দোল খাওয়া
এলোমেলো দুষ্ট চুলগুলি সরিয়ে
একটু সোহাগ করে কিস দেই,
ইচ্ছে হয় দিনের প্রতিটি ঘন্টা
গল্প করে তোমার সাথে কাটাই,
ইচ্ছে হয় বিশ্বের সকল ফুল গুলিকে বলি
দেখ হার মানিয়েছে আমার প্রিয়ার রুপ,
ইচ্ছে হয় রাতের চাঁদকে বলি
ভুল করে কেন পৃথিবীতে এসেছ
তুমি কী দেখনা আমার চাঁদ
আলো দানের জন্য একাই যথেষ্ট?
কখনো তুমি হাস,কখনো কাঁদ
কখনো কথা বল,কখনো অভিমান কর
কখনো ভালবাসা বেচাকেনায় ব্যস্ত হয়ে পর।
তোমার জীবনের চাওয়া পাওয়া
তোমার জীবনের সকল লেনদেন
আমার দু চোখের সামনেই হয়,
প্যারালাইসিস এই দেহটা নিয়ে
আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখি
অথচ আমার কিছু বলার থাকেনা
শাসন করার কোন ক্ষমতা থাকেনা।
আমার নিখুত,নির্ভেজাল ভালবাসায়
কোন খাদ কিংবা ভেজাল যে নেই
তা বলার কোন পরিস্থতিও নেই
কারণ বড় একটা ভুল সময়ে যে
তোমার সাথে দেখা।
এখানে তুষের অনলে জ্বলা ছাড়া
আর কোন উপায় নেই।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।