আমাদের কথা খুঁজে নিন

   

অতৃপ্ত স্বাধীনতা



বসন্ত তুমি এসেছো কুয়াশাভেজা শীতের পরে, পুষ্প বৃন্তে বৃন্তে খুশীর আমেজ পুষ্প সম্ভারে, বৃক্ষরা সব জেগে উঠেছে ভেঙে আড়মোড়া। ফুটপাতে গুটিশুটি দেয়ে পড়ে আছে শুধু ওরা। ‘ওরা’ নতুন কুড়ির মত প্রস্ফুটিত হওয়া শিশুরা, যাদেরকে দিতে পারেনি ঘুমাবার জায়গাটুকু এই বসুন্ধরা। হে পৃথিবীর মানুষ। শুনতে পাচ্ছো? এই সেই দেশ, শত শহীদের বুকের তাজা রক্তে আনা স্বাধীন বাংলাদেশ। এইতো সেই দেশ, যাকে ভালোবেসে ঘর ছেড়েছিল লক্ষ লক্ষ যুবক, যাদের বুকে ছিল অদম্য সাহস, রক্ত করতো টগবগ, চোখে আগুনের ফুলকি ফুটতো উল্কা বেগে, বাঁধতে পারেনি কাউকে, কোন বাঁধনে, কোন আবেগে। জীবনটাকে বাজি রেখে শত্রুর অস্ত্রের মুখে লড়েছিল শুধু লাল-সবুজের নেশায়। বাধাবিঘœ পেরিয়ে করেছিল শত্রুমুক্ত এই মায়ের সমতুল্য দেশটাকে। স্বাধীন হয়েছে দেশ তুবুও ঘুমাবার জায়গা পায় না ‘ওরা’। কারা করছে গ্রাস ওদের আশ্রয় স্থল? স্বার্থের জন্য দেশকে, দেশের মানুষকে ভালোবাসতে কেন আজ কৃপণতা? স্বাধীনতার ৩৯ বছর পরেও কেন ওরা পায় না সেই অতৃপ্ত স্বাধীনতা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।