আমাদের কথা খুঁজে নিন

   

অতৃপ্ত

অনেকটা পথ হেটেছি, অজান্তে আনমনে হেটেছি দিগন্ত ছোঁয়ার আশায় মনের সন্ধিক্ষনে । । কল্পনার রং গুলো কল্পনায় হারিয়ে গেছে তবুও হেটেছি অনেকটা পথ-অনেক দূর কল্পটানে । । নিরবতাকে ছুঁয়েছি ঝিঁ-ঝিঁ ডাকা মাঝরাতে-অন্ধকারে স্বপ্নকে ছুঁয়েছি সত্য আর মিথ্যার বাস্তবতাকে হারিয়ে ।

। আমি সত্য আশার আলো'কে খুঁজেছি নির্লিপ্তভারে কেনো এ ছুটে চলা দৃষ্টিহীন চোখে মৌনতাকে সঙ্গ করে ?? আমি জোনাকী দেখেছি আলো না জ্বেলে অন্ধকারে মিশে যেতে আমি গোধূলী দেখেছি নীলছে কষ্টে দিগন্তে মিশে যেতে । । তারাময় আকাশ দেখেছি গভীর শূন্যতায় খঁসে যেতে তবুও দেখেছি অনেক অদেখা-না পাওয়ার সবকিছুতে । ।

আমার এলোমেলো স্বপ্নগুলো ছন্দহীন-শব্দবিহীন কবিতার খাতায় অতৃপ্ত স্পর্শ্বে অমলিন অন্তহীন । । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।