আমাদের কথা খুঁজে নিন

   

স্কুল সাইন্স ফেয়ার প্রজেক্ট: ক্যামিস্ট্রি

স্কুল সাইন্স ফেয়ার প্রজেক্ট: ক্যামিস্ট্র লেখক: আবদুল্লাহ-আল-মামুন প্রকাশক: বিজ্ঞান একাডেমী মূল্য: দুই শত টাকা না ভেঙে একটা কাঁচা ডিম থেকে খোসা সরানো—খুবই মজার ব্যাপার। আমাদের খুদে বিজ্ঞানীরা কীভাবে করবে এ পরীক্ষা? বিজ্ঞান একাডেমী থেকে প্রকাশিত ‘স্কুল সাইন্স ফেয়ার প্রজেক্ট’ সিরিজের ‘ক্যামিস্ট্রি’ বইটি সংগ্রহ করে যে কেউ সহজে এ ধরনের পরীক্ষা করতে পারবে। আবদুল্লাহ-আল-মামুন রচিত বইটিতে রসায়নবিদ্যার বিভিন্ন বিষয়ের ওপর আটটি অধ্যায়ে মোট ১০১টি পরীক্ষণের বর্ণনা রয়েছে। রসায়ন বিজ্ঞানে আগ্রহী স্কুলশিক্ষার্থীদের জন্য বইটি দরকারি হবে। বিজ্ঞান মেলায়, পরীক্ষাগারে, শ্রেণীকক্ষে কিংবা শ্রেণীকক্ষের বাইরে ব্যবহারিক পরীক্ষণের মাধ্যমে রসায়ন বিজ্ঞানকে ছাত্রছাত্রীদের নিকট সত্যিই রসময় করে তোলা যায়।

রসায়ন বিজ্ঞান মূলত পরীক্ষাগারমুখী একটি বিজ্ঞান। সেক্ষেত্রে শিক্ষার্থীরা বইটি অধ্যয়ন করে অ্যাটমের ধনাত্মক ও ঋণাত্মক অংশ প্রমাণ, আণবিক গতির প্রভাব পর্যবেক্ষণ, ১+১ যে সর্বত্র দুই হয় না তা প্রমাণ, একটি জাদুকরি দ্রবণে ডিম ভাসানো, শুধু একটি আঙুল দ্বারা স্পর্শ করে পানি সেদ্ধ করার মতো বুদবুদ তৈরি করা, পানির অণুগুলোর আকর্ষণ করার ক্ষমতা পর্যবেক্ষণ, মুদ্রায় সবুজ আস্তরণ দেওয়া, ফলের রসে আয়রনের উপস্থিতি যাচাই করা, দুধের কঠিন ও তরল অংশগুলো আলাদা করা ইত্যাদি পরীক্ষা করতে পারবে। প্রতিটি পরীক্ষণ সম্পন্ন করার জন্য সহজ ভাষায় প্রয়োজনীয় উপকরণের বর্ণনা, কার্যপ্রণালি, ফলাফল ওফলাফলের কারণ ব্যাখ্যা করা হয়েছে। রসায়নবিদ্যার রস আস্বাদন করি আর আমাদের শিল্প, চিকিৎসা, কৃষিকে এগিয়েনিই। প্রথম আলো তে প্রকাশিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.