আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গ ভিকারুন্নিসাঃ পরিমলের বিচার ও কিছু কথা

মাথায় টোকা মাইরা দেখেন তো ফাঁপা আওয়াজ আসে নাকি! গত কিছুদিন ধরেই ভিকারুন্নিসা প্রসঙ্গ নিয়ে বেশ নাটকীও ঘটনা সমুহ দেখা যাচ্ছে। কিন্তু বেশ বড় একটি নাটক আমাদের অগচরে মঞ্চায়ন হচ্ছে। আমরা বুঝেও বুঝে উঠতে পারছি না। হোসনে আরা কে অপসারন, আম্বিয়া আপা বিতর্ক, মঞ্জুয়ারা আপার দায়িত্ব প্রাপ্তি। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বিতর্কিত বক্তব্য, প্রথম আলো, এন টিভি, দেশ টিভি, মুন্নি সাহার হলুদ সাংবাদিকতা।

সব কিছুই বেশ ভাল হাইলাইট পাচ্ছে, কিন্তু আমাদের "নায়ক" পরিমল কোথায়? এ প্রশ্নের উত্তর কেউ কি জানেন? কেমন আছেন তিনি? কোথায় আছেন? একদম প্রথম থেকেই সরকার বেশ সুচতুর ভাবে পরিমল কে বাঁচানোর চেষ্টা করছে। কিভাবে? আসুন একটু বিশ্লেষণ করি। সবার প্রথমে আসি আমাদের ম্যাডাম হোসনে আরা প্রদত্ত "মিচুয়াল সেক্স" তত্ত্বে। পুরান প্যাঁচাল, সব দোষ ওই মেয়েটির, সে কেন রাজি হয়েছিলো(!)। সে কেন "উত্তেজক" পোশাক পরেছিল।

তারপরে আসি ম্যাডাম এর আরেকটি কথায়, "পরিমল তো ভালই, তোমরাই বেশি রক্ষণশীল"। ম্যাডাম কে সালাম। এরপরে আমারা দেখতে পাই ভিকারুন্নিসার অধক্ষ্য নির্বাচন নিয়ে নাটক। হোসনে আরা কে তিন মাসের ছুটিতে প্রেরন, আম্বিয়া আপার দায়িত্ব গ্রহন কে অবৈধ ঘোষণা করা। মোটকথা, নতুন একটি বিতর্কের সুচনা।

আম্বিয়া আপাকে মৌলবাদী আখ্যা প্রদান করা হয়। এতে ভিকারুন্নিসার মেয়েরা প্রতিবাদ করে। প্রতিবাদের ধারা কিছুটা ঘুরে যায়। তারপরে মঞ্চে আবির্ভাব ঘটে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক "প্রথম আলো" এবং মুন্নি বদনাম হুয়ে দুঃখিত, এটিএন নিউজ এর মুন্নি সাহার। সাথে আছেন এনটিভি ও দেশ টিভির অকুতভয় সাংবাদিকগন।

যারা নির্ভীক(!) ভাবে সত্যি কে মিথ্যায় ও মিথ্যা কে সত্যিতে রুপান্তর করে সংবাদ(!) প্রচার করে যেতে থাকেন। মেয়েরা আবারো প্রতিবাদ করে। প্রতিবাদের ধারা আরও বেশ কিছুটা ঘুরে যায়। প্রতিবাদ হয় হলুদ সাংবাদিকতার বিপক্ষে। শোঁকের দিনে কেক কাটা নিয়ে আরেকটি বিতর্কিত বক্তব্য প্রদান করেন সম্মানিত শিক্ষামন্ত্রী।

প্রতিবাদ হয়। মেয়েদেরকে নাকি "ইন্ধন" দেয়া হচ্ছে প্রতিবাদ করার জন্যে। বোঝাই যাচ্ছে এখানে রাজনৈতিক তথা বিরোধীদলের "ইন্ধন" এর কথা বলা হচ্ছে। উদ্দেশ্য ন্যায়বিচারের দাবীতে একটি যুক্তিপূর্ণ আন্দোলন কে বিতর্কিত ও অবৈধ প্রমান করা। মেয়েরা আবারো প্রতিবাদ করে।

প্রতিটি ক্ষেত্রে নতুন নতুন বিতর্ক, নতুন ধারায় প্রতিবাদ। মেয়েরা কিন্তু প্রতিবাদ করে যাচ্ছে। তবে ঘটনার সুত্রপাত যেন কোথায় ছিল? তা কি সবার মনে আছে? হয়ত আছে, কিন্তু সকলে নিরুপায়। সরকার প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ ছুরে দিচ্ছে, আর প্রতিবাদকারিরাও ধোঁয়াশা পরিস্কার করে নিজেদের দাবি তুলে ধরার চেষ্টা করছেন। এই সুযোগে সবার দৃষ্টিসীমার বাইরে চলে গেছে পরিমল।

তার বিচারের দাবিতে প্রতিবাদ এখনো চলছে, কিন্তু কিছুটা স্তিমিত সরকারের নানা কুটচালে। একটু ভাল করে লক্ষ্য করলেই দেখা যায় কতটা সুচতুর পরিকল্পনার সাহায্যে পরিমলকে পর্দার আড়ালে নিয়ে যাওয়া হল একের পর এক নতুন নতুন কৌশলের মাধ্যমে। অপর পাঁচ "শিক্ষক" এর কথা না হয় বাদ ই দেই। তারা তো "কিছুই" করেননি। প্রতিবাদকারীদের দৃষ্টি আকর্ষণ করছি।

যত প্রতিবন্ধকতাই সামনে আসুক না কেন, মূল লক্ষ্য থেকে সরে আসবেন না। দৃঢ় সংকল্পবদ্ধ থাকুন। জয় আসবেই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।