আমাদের কথা খুঁজে নিন

   

আমাকেও তুমি সাথে নিও

ভালবাসা দিও দুহাত খুলে, বটবৃক্ষের শীতল মূলে, তুমি নিয়ে এসো শত বৃষ্টি কণা, আমি, শুধু আমি যদি হই আপনজনা। ঘুমায় যদি, স্বপ্ন দিও, কোলবালিশের মানুষ ভেবে, আমাকেও তুমি সাথে নিও। আমাকেও তুমি দিও আড়ি, ভাঙা অভিমানে স্বপ্ন ছাড়ি, যদি অলিক হও, তবু দেখতে দিও, যাত্রা ভুলের যাত্রী করে, আমাকেও তোমার সাথে নিও। আমাকেও তুমি দিও গো ব্যথা, যদি ভুল হয় ভুলের কথা, ক্ষমা না কর তো শাস্তিই দিও, পাপভোগ সব শেষ হয়ে গেলে আমাকেও কিন্তু সাথে নিও। এ মনে তুমি থাক যতদূর, একটু একটু করে বহুদূর, যদি ক্লান্ত তুমি, জিরিয়ে নিও, আবার রথের যাত্রা হলে, এই, আমাকেও তুমি সাথে নিও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.