আমাদের কথা খুঁজে নিন

   

সোনাই' কে লেখা চিঠি (মে, ৫) --- বালি

সোনাই আর বালি'র চিঠি ব্লগে স্বাগতম !!! প্রিয় সোনাই, কেমন আছিস ? সোনাবালি'র আপন ভুবন এ আমাদের স্বাগতম। এই পৃথিবীটা আমার অনেক প্রিয়, অনেক আপন, অনেক শখের; আর সেখানে তুই আমার সোনাই, একটা মাত্র মানুষ, আমার অনেক প্রিয়, অনেক ভালবাসার মানুষ.........আমার কাছের মানুষ। কেন জানিনা তোকে আমি অনেক ভালবেসে ফেলেছি রে। তোকে একদিন বলেছিলাম, আমি এ জীবনে যতবার আমার খোলস এর বাইরে বেরিয়ে এসেছি...... ততবার জীবন আমাকে অনেক বড় বড় কিছু শিক্ষা দিয়ে গেছে। তাই অনেক ভয় পাই, এক জীবনে আর কত!! নিজেকে আড়াল করতে করতে আমার আমি কে হারিয়ে ফেলেছিলাম। জানিনা তুই কোথা থেকে তাকে খুঁজে এনে দিলি ---- অন্তরটা দিলাম খুলে, হৃদয়টাও রেখেছি জমা...... তোকে আর তো দেবার আমার কিছু নাই......তোর কাছে আমার চাইবারও কিছুই নাই... শিকল ছিঁড়িতে না পারে, খাঁচা ভাঙ্গিতে না পারে... পাখি ছটফটাইয়া মরে, পাখি ধরফরাইয়া মরে... ------- তোমার বালি  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.