আমাদের কথা খুঁজে নিন

   

সোনাই’কে লেখা চিঠি (মে, ১) --- বালি

সোনাই আর বালি'র চিঠি ব্লগে স্বাগতম !!! প্রিয় সোনাই শুভ সকাল! সারারাত না ঘুমিয়েও সকালটাকে শুভ মনে হচ্ছে আপনার চিঠি পেয়ে। ভাবছি, মেয়েটা আসলেই খুব বদ। এটা কোন কথা হলো... সারারাত না সে আপনাকে ঘুমাতে দিল না সে নিজে এক ফোটা ঘুমালো! এভাবে চলতে থাকলে আপনি তো কাহিল, আর তার নিজের চেহারার দিকে তাকানো যাবে না! আরে বাবা... এমন বোকা কেও হয়??? আপনার কথা না হয় বাদ দিলাম, নিজের চেহারার কথা ভাব্বিনা?? এতো দেখি নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করা!! Verrrr….yyyy BAD!!! For your kind information, আমি একটা ভাল মেয়ে, ওসব বদ মেয়েদের সাথে আমার কোন সম্পর্ক নেই, আর আমি কাওকে কিছু বুঝাতে পারব না, আপনার দরকার হলে আপনি বুঝান!! আমারও কেন যেন কাল রাতে একফোটাও ঘুম হয়নি। ভোরের দিকে একটু ঝিমুনি আসলো কিন্তু ঘুমাতে পারলাম না... আমার চোখের সামনে দিয়ে ভোরের সূর্য উঠল। একবার ভাবলাম পাশের পার্কেটিতে একটু ঘুরে আসি, পরে মনে হলো ওখানে একা একা গেলে আমার মন খারাপ লাগবে... পার্কের ওই বেঞ্চগুলোতে আপনার স্মৃতি লেগে আছে। আচ্ছা বলেন তো?? আমার এমন কেন হচ্ছে? ইদানিং খেতে ঈচ্ছা করে না, ঘুমাতে ঈচ্ছা করে না, শুধু কি যেন ভাবি... অদ্ভুত না? আমিতো এমন ছিলাম না... কাল সারারাত আমার সেই পুতুলটাকে বুকে জড়িয়ে শুয়ে ছিলাম, তারপরও বুকের ভিতরটা কেন যেন শুন্য শুন্য লাগছিল, সারা শরীরে এক অদ্ভুত শিহরণ!!! আচ্ছা আমি কি পাগল হয়ে যাচ্ছি?? আপনার পরিচিত কোন পাগলের ডাক্তার আছে???? আমি আপনার মত সুন্দর করে লিখতে পারি না, তবে যা লিখছি একবিন্দু মিথ্যা নেই, পুরাটাই সত্যি... এটাকে কি ভালবাসা বলে?? আমার জানা নেই... তবে শুনেছি “ভালবাসা নাকি অত্যাচার করতে চায়, অত্যাচারিত হতে চায়”, আপনি শুনেছেন কথাটা? বালি  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.