আমাদের কথা খুঁজে নিন

   

সোনাই' কে লেখা প্রথম চিঠি

সোনাই আর বালি'র চিঠি ব্লগে স্বাগতম !!! প্রিয় কষ্ট, বলিনি কি কখনো, আমি প্রস্তুত সহমরণে যেতে ? তোমার চিঠিটা কতবার যে পড়েছি... যত পড়ছি ততই যেন নেশা বেড়ে যাচ্ছে... প্রতিবারই মনে হচ্ছে নতুন করে পড়ছি!! কালকে কেন পড়িনি তার জন্য অনেক আফসোস হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে.....বারবার.....আবার..... আমার জীবনের সব কিছুতে আজ এত তোলপাড়....এত কষ্ট....এত শূন্যতা, সব কিছুই তোমাকে ঘিরে....হঠাৎ করেই সব ওলট পালট হয়ে যাচ্ছে আমার...আমি নিয়ন্ত্রনহীন হয়ে যাচ্ছি...পাগলামি করছি....প্রতি মুহুর্তে কোথায় যেন হারিয়ে যাচ্ছি....চারিদিকে শুধু তোমাকেই খুঁজে ফিরছি.... অসম্ভব তৃষ্ণায় ভীষণ কষ্ট পাচ্ছি...... তোমার দেওয়া বালি নামটা আমার অসম্ভব পছন্দ হয়েছে। কাল তোমার সাথে কথা হওয়ার পর থেকেই ভাবছিলাম তোমায় আমি আমার প্রিয় কোন নামে ডাকবো। কি অদ্ভুত দেখো.....তোমায় আমি সোনাই নামে ডাকতে চাই....নামটা তোমার পছন্দ হয়েছে ? আচ্ছা সোনাই, তুমি আমাকে তোমার ভালবাসায় ভিজিয়ে দিতে পারবে..... আমি ভিজতে ভিজতে তোমার বুকে মিশে যেতে চাই....একাকার হয়ে যেতে চাই....তোমাকে অনেক অনেক অনেক ভালোবেসে মরে যেতে চাই....আমার আর একটুও ভালো লাগে না....তোমাকে ছাড়া প্রতিটা মুহূর্ত আমার কাছে অসহ্য, অস্তিত্বহীন বলে মনে হয়.... তুমি আমাকে তোমার করে নাও!!! ভালবাসি, অনেক অনেক বেশি....গতকালের চাইতে আজ আরেকটু বেশি.... আগামীকাল বেঁচে থাকলে তারও চাইতে বেশি..... তোমার বালি...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.