আমাদের কথা খুঁজে নিন

   

বালি’কে লেখা চিঠি (মে, ২) --- সোনাই

সোনাই আর বালি'র চিঠি ব্লগে স্বাগতম !!! প্রিয় বালি সোনা, কি লিখি আজ বলেন তো? ইমোশান, অনুভুতিও যে ক্লান্ত হয়ে যায় জানা ছিল না। শুনেছি অনেক দিন ধরে ক্ষয়ে ক্ষয়ে অনুভুতিরা নাকি ফিকে হয়ে যায়। কিন্তু এত অল্প সময়ে এভাবে ক্লান্ত হয়ে যায়, কে জানত ... নতুন অনুভুতি! এত ভাললাগা শুধু কল্পনায় অনুভব করা যায়... আমার শুধু ঊড়ে বেড়াতে ঈচ্ছা করছে ... পাখির মত ... ... বাতাসে বাতাসে ...। আমি বাজি ধরে বলতে পারি এই মুহূর্তে আমার চেয়ে বেশী সুখী মানুষ পৃথিবীতে আর একটিও নেই ... ... আজ সত্যিই কিছু লিখতে ইচ্ছে করছে না। আপনি যেন এটাকে অন্যভাবে নিবেননা।

কিছু সময় থাকে না, কথা শুনতে ইচ্ছে করেনা, কিছু বলতে ইচ্ছে করে না, শুধু অনুভব করতে ইচ্ছে করে, আজ না হয় শুধু অনুভব করি ... ... ... বরং আপনাকে আজ একটা কবিতা পড়তে দেই। প্রথম আলো ব্লগের ‘ছায়েদা আলী’ নামের এক ব্লগ থেকে পেয়েছিলাম ... ... কবি এত সুন্দর করে আমার মনের কথা গুলো বলে দিয়েছেন !! কৃতজ্ঞতা কবি তোমাকে! কবিতা কেমন লাগলো বলবেন কিন্তু!!! সোনাই। কবি প্রিয় কবি , তোমার শরীর বেয়ে নেমে যায় রাতের কুয়াশা , আমি কুয়াশার ঘ্রাণ নিতে চাই , বিপর্যস্থ যাপীত জীবনের সব হিসেব মিটিয়ে .... তোমার বুকের ওপর মুখ গুজে শুয়ে থাকতে চাই । প্রিয়তম কবি , পরিশুদ্ধ ভালোবাসার নামে ...... সংসারের নামে ..... সন্তান জন্ম দেয়ার নামে..... যারা ব্যাভিচারী হচ্ছে অসংখ্যবার , অদৃশ্যে ! আড়ালে ! তাদের মতন পাপী করোনা জীবন , পরিশুদ্ধ কবি আমার , ভালোবাসো আমায় ... শুদ্ধ কর জীবন ! আমি অসমাদৃত জীবন ও সংসার বয়ে নিয়ে তোমাকে করবো ঐশ্বর্যবান । তোমাকে জানিয়ে যাবো প্রেম অসংজ্ঞায়িত ....অনির্দিষ্ট .....নিরর্থক বোঝাপড়া , হে প্রেমহীন , তোমাকে প্রেম দেবো .... তোমার ওষ্টোপুটে দেব অজস্র তৃষ্ণার্ত চুম্বন , জানবে ভালোবাসা ।

তোমাকে কবিতা দিয়েছি....দিয়েছি বিবর্তন ....! ভালোবাসো হে প্রেমহীন ! ভালোবাসো ! এসো সমস্বরে চিৎকার করে বলি ........... 'পৃথিবীকে তোয়াক্কা করিনা আমার জন্যই পৃথিবী, পৃথিবীর জন্য আমি নই ' হে প্রেমহীন ! তবু একবার ...... ভালোবাসো ! ভালোবাসো  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।