আমাদের কথা খুঁজে নিন

   

আরেকটি পুরোপুরি আইনি ব্লগঃ দুনিয়ার বিচিত্র আইনসমূহ( অপ্রাপ্ত বয়স্কদের জন্য নহে)

যে মুখ নিয়ত পালায়......। । ৩৫০ খ্রীষ্টপূর্বাব্দে গ্রিক দার্শনিক অ্যারিষ্টটল বলেছিলেন , "আইনের শাসন যেকোন ব্যক্তি শাসনের চেয়ে ভাল"। কথা সত্য। আইনের শাসন ভাল হবার কথা।

কিন্তু সেই আইন যদি কেউ নিজের হাতে তুলে নিয়ে ব্যক্তি শাসন চালাতে থাকে আইনের নামে সেটা ভয়ংকর। কারন সেখানে আইনের শাসনের আড়ালে থাকে ব্যাক্তি শাসন। পরাধীন বিচার ব্যবস্থা তার অন্যতম উদাহরন। আমাদের দেশের আইনের ব্যবস্থা ও এরকম। পরাধীন।

আমরা আইনের মহিমা দেখি বাংলা ছবির একেবারে শেষ পর্যায়ে পুলিশের ডায়লগে, আইন নিজের হাতে তুলে নিবেন না অথবা ইউ আর আন্ডার এরেষ্ট। এতটুকু পর্যন্তই আমাদের আইন। তার আগে পুরো ছবিতে যেমন আইন থাকে অদৃশ্য! যাইহোক উইকি তে আছে, আইন হলো নিয়মের এক পদ্ধতি যাকে নাগরিক বাধ্যতা, রাজনীতি, অর্থনীতি এবং সমাজের ভিত্তি নির্মান করতে ও প্রতিষ্ঠানের মধ্যমে কার্জকরী করতে ইহাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। আইন জনগণের মধ্যে সম্পর্ককে প্রধান সামাজিক মাধ্যম হিসেবে কাজ করে। পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ম বিভিন্ন আইন।

তা অন্যদের কাছে হাস্যকর এবং বিচত্র মনে হয়। সেরকম কিছু আইন নিয়েই এই পোস্ট। প্রথমেই একটি বিচিত্র ঘটনা দিয়ে পোস্ট শুরু। ঘটনা একজন বিচারপতির। বাংলাদেশ নামক একটি দেশের একজন বিচারক ছিলেন।

সেই বিচারক একদিন বিদায় নিলেন পদ থেকে। বিদায়ের পর একটি ঐ দেশের একটি পত্রিকায় জানালেন, “সবগুলো গুরুত্বপূর্ণ রায় লিখেছি আমি রাতের বেলা। দরজা-জানালা খুলে দিয়েছি। হিমেল হাওয়ার মায়াবি পরশে স্নিগ্ধ হয়েছে আমার কক্ষ। নিচু লয়ে প্রিয় রবীন্দ্রসঙ্গীত বেজে চলেছে।

সঙ্গীতের ইন্দ্রজালে আবিষ্ট হয়ে সবকিছু ভুলে একাগ্র মনে রায় লিখেছি। ” রবীন্দ্রনাথ ঠাকুর এই লোকটি কে নিয়ে বিরাট সমস্যা। সর্বক্ষেত্র নিয়ে গান কবিতা লিখে গিয়ে তিনি এমন অবস্থা সৃষ্টি করেছেন যে ডায়রিয়া আক্রান্ত রোগী তার গানের সুরেই বলে উঠে, বল দাও মোরে বল দাও! তেমন ফুটবল খেলার স্ট্রাইকার ও একই গান গায়। তবে রবী ঠাকুর বিচারপতিদের রায় লেখা নিয়ে কোন গান লিখেছেন সেটা জানা নাই। আমাদের মুক্তিযুদ্ধের একটি গানের কথা মনে পড়ছে,যেটা বিচারপতিরা শুনলে ভাল।

রায় লেখার সময় শুনলে তো আরো ভাল। গানটি হল, বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা............। । এই দেশে আরেকটা আইন আছে “ব্যাংকের নিয়মিত কর্মকর্তার অবসর গ্রহণের বয়স ৬০ বছর। ” এটা শুধু ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য।

৬৪ বছরে প্রধানমন্ত্রী হওয়া যায়, ৬৬ বছরে বিরোধী দলীয় নেত্রী থাকা যায়, ৭৭ বছরে অর্থমন্ত্রী থাকা যায়,শুধুমাত্র ব্যাংকের পরিচালক থাকা যায় না। এ দেশের আইন গুলোর মধ্যে বিচিত্রতা খোজঁতে গেলে বিশাল বইয়ে ও জায়গা হবে না। তাই অন্যকয়েকটা মজার আইনের দেখি, Barber, North Carolina তে একটি আইন আছে তা হল কুকুর বিড়াল ঝগড়া করতে পারবে না। তাদের নিয়ম হল কুকুর ঝগড়া করবে কুকুরের সাথে,বিড়াল বিড়ালের সাথে। এজন্যই কুত্তা বিলাইয়ের ঝগড়া নিষিদ্ধ।

Cleveland, Ohio তে ইদুর ধরতে লাইসেন্স এর দরকার হয়। লাইসেন্স বিহীন ইদুর ধরা বে আইনী। Memphis, Tennessee এ ব্যাঙের জন্য আলাদা আইন আছে। ব্যাঙের জন্য এ আইনে ব্যাঙদের বলা হয়েছে রাত ১১ টার পর কোন রকম চিৎকার চেচামেচি করা যাবে না। আইনত দন্ডনীয়।

এ আইনটি বাংলাদেশে তাড়াতাড়ি করা হোক। বাংলাদেশের ব্যাঙেরা পলিটিক্যাল লিডারদের ফলো করে এখন ভীষন জোরে চিৎকা করে ডাকাডাকি করে। জালালাবাদ এলাকায় আপনি যদি বৃষ্টির দিনে আসেন তাহলে সবকিছু ছাপিয়ে আপনার কানে যাবে, ব্যাঙের ননস্টপ চিৎকারের বিকট ধ্বনি। ব্যাঙ যে এত জোরে ডাকতে পারে তা এই ব্যাঙের ডাক না শুনলে কেউ বুঝতে পারবে না। Massachusetts – এ কবুতরকে ভয় দেখানো বে আইনি।

স্বর্গীয় পক্ষী কবুতর কে ভয় দেখানো আসলেই ঠিক না। আইন টা তাই ভালই। Chicago, Illinois এ কুকুর কে হুইস্কি দেয়া নিষিদ্ধ। Little Rock, Arkansas এ রাত ৬ টার পর কুকুরের ডাকা নিষিদ্ধ। এ আইন টি কুকুর সম্প্রদায়ের জন্য।

আইন টি ঠিক না। রাত্রিকালে কুকুরের ডাক ভালই লাগে। New York এ ট্রাম অথবা ট্রলি কার থেকে খরগোশ শিকার নিষিদ্ধ। In Colorado, ঘুমন্ত মহিলাকে চুমু খাওয়া বে আইনি। In Michigan কোন মহিলা স্বামীর অনুমতি ছাড়া মাথার চুল বিক্রি করতে পারবে না।

চুল স্বামীর সম্পত্তি হিশেবে গন্য!ভালই আইন, খারাপ না। Galesburg, Illinois এ বেসবল ব্যাট দিয়ে ইদুর মারা বে আইনি। Wisconsin এ ট্রেনের মধ্যে চুমু খাওয়া নিষিদ্ধ। আর আমাদের দেশে তো প্রকাশ্যে নিষিদ্ধ। প্রকাশ্যে চুমু খাওয়া এই দেশে অপরাধ ঘুষ খাওয়া কখনোই নয়।

আইন গুলো ইন্টারনেট থেকে সংগৃহীত। Fairbank আরেকটা আইন ইদুরের জন্য। এ আইনে তাদের বলা হয়েছে শহরের রাস্তায় সেক্স করা তাদের জন্য নিষিদ্ধ। রাস্তা চলার জন্য, এটা কি এসব করার জায়গা? বোকা ইদুরেরা আইন করার আগে নিশ্চয়ই রাস্তা ঘাটে.........। Ohio তে কোনো পুরুষের পোস্টারের সামনে দাঁড়িয়ে পোশাক খোলা মহিলাদের জন্য নিষিদ্ধ।

Newyork এ ছাদ থেকে লাফানোর শাস্তি মৃত্যুদন্ড। Florida তে নিজের সন্তান বিক্রি করা বে আইনি। Arkansas এ মাসে একবার বউ পেটানো যাবে। এটাই আইন। কিন্তু দুই বার পিটালেই সমস্যা!! Nevada তে কোন ব্যাক্তি যদি বউ পেটানো তে ধরা খায় তাহলে আইন অনুসারে তাকে আট ঘন্টা বেধে রাখা হবে।

তার বুকের মধ্যে একটা পোস্টার সেটে দেয়া হবে, “ওয়াইফ বিটার বা বাংলায় বিশিষ্ট বউ মারা বিশেষজ্ঞ ওরফে হাজার বছর ধরে উপন্যাসের আবুল( লাইন টা আবার মনে পড়ল। হাজার বছর ধরে উপন্যাসে লেখক এক জায়গায় বলেছিলেন, বউ পিটানোতে পৈশাচিক আনন্দ পায় আবুল)”। Thailand এ ত্রিশ বছরের বেশী বয়েসী অবিবাহিত মহিলারা দেশের সম্পত্তি হিশেবে গন্য হবে। এটাই আইন। Denmark এ স্ত্রীকে “মায়ের থেকে অধিক কুৎসিত” বলা আইনত দন্ডনীয়।

শাস্তি সর্বোচ্চ এক বছর হাজত বাস। Vermont এ কোন মহিলাকে নকল দাত লাগাতে জামাইর অনুমতি লাগে। Wisconsin এর আইন অনুযায়ী যে কেউ তার ঘর(গৃহ, বসত বাটি) কে বিবাহ করতে পারবে। Wisconsin এ মেয়দের চুল কাটা নিষিদ্ধ। রাইট।

মেয়েদের চুল অতি সুন্দর জিনিশ। কাটবে ক্যানো। Samoa তে নিজের বউয়ের জন্মদিন ভূলে যাওয়া বে আইনি। মারাত্বক আইন। Mohave county, Arizona তে কেউ সাবান চুরি তে ধরা পড়লে তার শাস্তি হল ঐ সাবান দিয়েই নিজেকে ধুতে থাকবে যতক্ষন না সাবান পুরো শেষ হয়।

Venice এ ১১৭৩ সালের পর থেকে মরা ও বে আইনি। মানে সেখানে মৃত্যুবরন করাটাও বে আইনি কাজ। মানুষ শান্তিতে মরবে তার ও কোন উপায় নাই। আইন গুলো ইন্টারনেট থেকে সংগৃহীত। অনেক গুলো কার্যকর না।

প্রথম প্রকাশ এইখানে। আর এরকম আরেকটি একটি পুরোপুরি আইনি ব্লগঃ দুনিয়ার বিচিত্র আইন সমুহ (অপ্রাপ্তবয়স্কদের জন্য নহে) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।