আমাদের কথা খুঁজে নিন

   

এইদিনে

তারা ভরা রাতের নিষাচর... কয়েকদিন ধরে অলসতায় পাইছে। ব্লগ লিখতে পারতছি না খালি পড়তে ইচ্ছা করে...। আজ যাচ্ছি রিক্সায়.. পুরা রাস্তা জ্যম। পেয়ারা আম না একেবারে জামের জ্যম.. একেবরে থকথকে নো নড়ন চড়ন। আমি এর মধ্যেই বসে বসে ঘামতাছি।

রিক্সাওয়ালা তুমুল বেগে খিস্তি খেওড় করতেছে কারে কি জানি.. কবিতার মত লাগতাছে। আমি রাগ কমাইতে মনে মনে গালি দেওয়া শুরু করলাম.. প্রথমে বসরে তারপর ... আর কইলাম না নারী নির্যাতন অভিযোগে অভিযুক্ত হইতে পারি বলা যায় না। হটাৎ খেয়াল করলাম জাম ছুটতাছে..একেবারে পানি। হরহর করে রিক্সা টানতে শুরু করলো। তুমুল গতির কারনে বেশ ফুরফুরে হাওয়া... মনটাও অনেক শান্ত হলো।

মন ভালো হলে খালি ভালোর দিকে চোখ যায়.. আহা জি ই সি জুড়ে সুন্দরীদের মেলা বসছে..মন খালি ভালই হয়। এমন সময় রিক্সা ওয়ালা একটা প্রশ্ন জিগায়...স্যর কি করেন? আরে আমার কি করন দিয়ে তুমার কি দরকার? না এমনি.. কাইল হরতাল। এইজন্য্ই তো এত জ্যম। হাসিনায় খালেদার পুলারে জেলে দিবো তাই হরতাল ডকছে.. তাই নাকি.. স্যর হাসিনায় খালি সবাইরে জেলে দিবার চা্য়.. আর কারে দিলো..। আরে ফকরুদ্দিন মইনুদ্দিরেও বলে দিবো.. আমি হাসি।

রিক্সা ওয়ালা চালিয়েই যায়.. স্যর সবদিন একরকম যায় না স্যর দিনের শ্যষ আছে... ওরাও হেগোরে ধরবো দেইখেন স্যর। ঐযে ফকরুদ্দিন মইনুদ্দিন ওদের দিছিলো তাই.. আমি বলি। ও শুধু মাথা নাড়ে। বুঝি বিল্পবি বি এন পি সাপোর্টার। যাই হোক আমি আবার মনোযোগ দেই.. সন্জিবদার গানটা মনে পড়ে.. এক পলকেই চলে গেল আহ্ কি যে তার মুখখানা, রিক্সা কেন আস্তে চলে না... রিক্সা কেন আস্তে চলে না... রিক্সা যাচ্ছে হাওয়ায় উড়ে আমার হৃদয় তুচ্ছ করে, হায় পরমা মুখ ফিরিয়ে একটা কিছু বলে না, রিক্সা কেন আস্তে চলে না... রিক্সা কেন আস্তে চলে না... বাতাস লেগে উড়ছে যে চুল উড়ছে আচঁল সাদা সাদা ফুল, রিক্সায় দ্রুত চলে গেলে কেন একটু আমার হলে না, রিক্সা কেন আস্তে চলে না... রিক্সা কেন আস্তে চলে না... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.