আমাদের কথা খুঁজে নিন

   

এইদিনে :

সব কিছুর মধ্যেই সুন্দর খুঁজে পেতে চেষ্টা করি............

এইদিনে : "বাংলাদেশ বেতার"(ততকালীন রেডিও পাকিস্তান)-এর যাত্রা শুরু হয়ঃ মহান বিজয় দিবসের দিন সামহোয়ারইন লেখক-পাঠকদের কাছে বাংলাদেশ বেতার সম্পর্কে কিছু ধারনা দিচ্ছিঃ- বর্তমান যুগ তথ্য-প্রযুক্তির যুগ হিসেবে বিবেচিত। অবাধ ও দ্রুত তথ্য প্রবাহের ক্ষেত্রে ইলেকট্রনিক মিডিয়া গুরুত্বপূর্ণ মিডিয়া হিসেবে কাজ করছে। আর এই ইলেকট্রনিক মিডিয়া জগতে রেডিও বা বেতার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমাদের বাংলাদেশে বেতারের যাত্রা শুরু হয় ১৯৩৯ সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ (১৯৩৯-১৯৪৫) চলাকালীন সময়ে যুদ্ধের খবর জনগণকে অবহিত করার লক্ষ্যে ব্রিটিশ সরকার ঢাকায় একটি মিডিয়ামওয়েভ স্টেশন চালুর সিদ্ধান্ত নেয়।

এই সিদ্ধান্ত অনুযায়ী ১৯৩৯ সালে ১৬ ডিসেম্বর, অর্থাৎ ৫৮ বছর আগে ঠিক আজকের এইদিনে ঢাকার নাজিমউদ্দিন রোডের একটি দোতলা বাড়িতে (বর্তমান "বোরহানউদ্দিন কলেজ ভবন"-এ) "অল ইন্ডিয়া রেডিও ঢাকা কেন্দ্র" চালু হয়। এ রেডিও বা বেতার কেন্দ্র সে সময় ৫ কিলোওয়াট প্রচার ক্ষমতাসম্পন্ন দুটি স্টুডিও নিয়ে গঠিত হয়। তৎকালীন "অল ইন্ডিয়া রেডিও ঢাকা কেন্দ্র"-র মাধ্যমে রাতে ২০ থেকে ২৫ মাইল এবং দিনে ১০ থেকে ১৫ মাইল পর্যন্ত অনুষ্ঠান শোনা যেত। আর সে কারণে জনসাধারণের বিরাট একটি অংশ ছিল রেডিও নেটওয়ার্কের বাইরে। ১৯৪৭ সালের ১৪ আগস্ট দেশ বিভাগের সাথে সাথে "অল ইন্ডিয়া রেডিও ঢাকা"র পরিবর্তে "পাকিস্তান ব্রডকাস্টিং ঢাকা" নামকরণ করা হয়।

১৯৪৮ সালে এর নাম পরিবর্তন করে "রেডিও পাকিস্তান ঢাকা" নামকরণের সিদ্ধান্ত করা হয়। ১৯৫২ সালে ঢাকা বেতারে ৭.৫ কিলোওয়াটের "শর্টওয়েভ ট্রান্সমিটার" স্থাপনের ফলে বেশকিছু এলাকা সম্প্রচারের আওতায় আসে। ঢাকা বেতার কেন্দ্রের স্টুডিও সংখ্যা এবং সার্বিক কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় একটি স্থায়ী পূর্ণাঙ্গ বেতার ভবন নির্মাণ করে এবং ১০০ কিলোমিটার প্রেরণ ক্ষমতা সম্পন্ন একটি শক্তিশালী ট্রান্সমিটার স্থাপন করে। ফলে বাংলাদেশের প্রায় দুই-তৃতীয়াংশ অঞ্চল প্রচার ক্ষমতার আওতায় আসে। ১৯৬৩ সালে ঢাকা বেতার কেন্দ্রকে "ঢাকা- ক" এবং "ঢাকা- খ" এই দু'টি নামে রূপান্তর করা হয়।

১৯৭৫ সালের ১৫ আগস্ট পট পরিবর্তনের পর "বাংলাদেশ বেতার ঢাকা", "রেডিও বাংলাদেশ, ঢাকা" নামে পরিচিতি লাভ করে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা লাভের পর "রেডিও বাংলাদেশ" ২০টি উচ্চ শক্তিসম্পন্ন ট্রান্সমিটারে সংযোজন করে। বর্তমানে ১৪টি মিডিয়ামওয়েভ, ৫টি শর্টওয়েভ ও ১৪টি এফএম ট্রান্সমিটার রয়েছে। এসব ট্রান্সমিটারের প্রক্ষেপণ ক্ষমতা ১৮০০ কিলোমিটারের ঊর্ধ্বে। ঢাকার বর্তমানে ১৮টি স্টুডিও এবং রেডিওর বিশেষ সার্ভিসের ৮টি ইউনিট রয়েছে।

১৯৮৪ সালের ১২ জানুয়ারি রেডিও বাংলাদেশ ও বাংলাদেশ টেলিভিশনের জন্য একটি নিয়ন্ত্রণ সংস্থা "জাতীয় সম্প্রচার কর্তৃপক্ষ" গঠন করা হয়। আগারগাঁওয়ে প্রশস্ত চত্বরে স্থানান্তরিত করা হয় জাতীয় বেতার ভবন। ১৯৯৬ সালে এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে রেডিও বাংলাদেশের নাম "বাংলাদেশ বেতার" করা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.