আমাদের কথা খুঁজে নিন

   

এইদিনে,

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। শাফিক আফতাব........ এই দিনে জেসিকার সাথে আমার অন্তরঙ্গতার বাড়ে__ অত্যন্ত নিবিড় কাছে এসে সে গোলাপ দেয় আমাকে : তখন অপরাহ্নের ক্লান্ত বিকেল ঘাঘটের পাড়ে__ 'তুমি খুব সুন্দর, আহা ! সুন্দর যেন একজন লাখে। ' এই বলে জেসিকা হাতে রাখিলো হাত।

অমনি গোলাপের পাঁপড়ি থেকে খসে পড়তে থাকো সুঘ্রাণ ; এমনকি জেসিকার বস্ত্রবসন থেকে বইলো সুবাসের প্রপাত__ বর্ষার শ্রাবণে যেন নেমে এলো ক্ষেতভরা মাঠের অঘ্রাণ। জেসিকা চোখে রাখিলো চোখ, তাতেই মেঘেরা করলো কোলাকুলি, সাদাচোখ দর্পণে আমি দেখলাম পৃথিবীর সুন্দর শহরের কারুকাজ : ঈষৎ তাপে গলে গলে নিঃসরিত হতে থাকলো কবিতার পদাবলি ; কাছে গিয়ে আরও নিবিড়তায় একাকার, ভেঙে গেলো লজ্জার দেরাজ। এইদিন ঘুরেফিরে প্রতিবছর একদিন আসে, নবান্নের উৎসবের আনন্দ আমার এই ভরা শ্রাবণমাসে। ২৫.০৭.২০১৩ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.