আমাদের কথা খুঁজে নিন

   

প্রশান্ত মহাসাগরের তলদেশে বিপুল পরিমাণ রেয়ার আর্থ মিনারেলসের সন্ধান লাভ

পথ হারা পাখি.........পথ খুজছি...... প্রশান্ত মহাসাগরের তলদেশের কাদায় প্রায় দশ হাজার কোটি টন রেয়ার আর্থ মিনারেলস নামে পরিচিত বিরল খনিজ পদার্থের খোঁজ পাওয়া গেছে। জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের আর্থ সায়েন্সের সহকারি অধ্যাপক ইয়াসুহিরো কাতোর নেতৃত্বে পরিচালিত একদল বিজ্ঞানী প্রশান্ত মহাসাগরের তলদেশের ৭৮টি এলাকায় ওই রেয়ার আর্থ মিনারেলসের সন্ধান পেয়েছেন। সমুদ্র তলদেশের এ সব এলাকার কাদায় ব্যাপক পরিমাণ রেয়ার আর্থ মিনারেলস জমা হয়ে আছে এবং আহরণ করা সম্ভব হলে মাত্র এক বর্গ কিলোমিটার পরিমাণ স্থানের রেয়ার আর্থ মিনারেলস দিয়ে বর্তমান বিশ্বের বার্ষিক চাহিদার এক পঞ্চমাংশ মেটানো সম্ভব হবে বলে জানান ইয়াসুহিরো কাতো। প্রশান্ত মহাসাগরের সাড়ে তিন হাজার থেকে ছয় হাজার মিটার গভীরে রয়েছে এ সব রেয়ার আর্থ মিনারেলস। এ সব খনিজ পর্দাথ প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক পানি সীমার মধ্যে রয়েছে এবং এ অঞ্চলটি হাওয়াই দ্বীপের পূর্ব ও পশ্চিমে এবং ফরাসি পলিনেশিয় দ্বীপপুঞ্জের অন্তর্গত তাহিতি দ্বীপের পূর্বের সাগরে রয়েছে। টাচ স্ক্রিন, রঙ্গিন ক্যাথোড রে টিউব, এলসিডি মনিটর তৈরিসহ নানা ধরণের উঁচু প্রযুক্তিতে এ সব খনিজ পদার্থ ব্যাপক ভাবে ব্যবহৃত হয় এবং বর্তমান বিশ্বের বেশির ভাগ রেয়ার আর্থ মিনারেলস উত্তোলিত হয় চীনে। এর আগে মার্কিন ভূ তত্ত্ব বিভাগের হিসেবে বলা হয়েছিলো, বিশ্বে রেয়ার আর্থ মিনারেলসের মজুদের পরিমাণ প্রায় ১১ কোটি টন এবং এর বেশির ভাগই চীন,রাশিয়াসহ সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রভুক্ত কয়েকটি দেশ ও যুক্তরাষ্ট্রে পাওয়া যায়। বিশ্লেষকরা বলছেন, প্রশান্ত মহাসগারের তলদেশ থেকে রেয়ার আর্থ মিনারেলস আহরণ করা সম্ভব হলে এ ক্ষেত্রে বিরাজমান চীনের আধিপত্য হয়ত চ্যালেঞ্জের মুখে পড়বে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.