আমাদের কথা খুঁজে নিন

   

প্রশান্ত ধ্রুব মহাসাগরের নদী .....

আমার কথা শুনিতে খারাপ লাগে তাদের..., যারা অন্যের গৌরবে গর্ভবতী আগে থেকেই। সে গর্ভবতী নর নারীদের বমি হইবার সম্ভবনা শত ভাগ। তাই সাবধানে..... :) http://shonarbangla-blog.blogspot.com/

ব্যর্থ অথচ প্রশান্ত ... এ মহাসাগর! প্রশান্ত মহাসাগরদের নদী থাকে না ! বলা যায় হয় না..., অনউর্বর হয়তো অন্ত তীর ভূমি ... এর চেয়ে কম বা বেশী? জানি না !! মনে হয় বেদনার জলধারা দিয়ে আমি বা আমার মতো এ সব প্রশান্ত ধ্রুব সাগর সৃষ্টি হয়েছে, ....... জন্য! নারী হয়ে যে নদী জন্মেনি প্রশান্তের দু'কূলে, সে হয়তো মমতাজ হবে! তবে তিন সত্যের উপর ভর করে বলছি সে হবে না কোনদিন ধ্রুব প্রশান্ত মালয় সাগরের- বনলতা সেন.........................................। আমার মতো বেঁচে যাওয়া বনলতা সেনের প্রশান্ত মহা সাগরেরা হয়তো কোন কালের মহাকাব্যের নদীতে অমর ......। বিধ্বংসী বঙোপসাগেরর অনেক অনেক নদী ... .... ..... .... তবে তা হিমালয়ের দান। উর্বর নয় তবে অন্যের পলিতে ..... সীমান দিয়ে দ্বীপ গড়েছে চাঁদের আলোয় ...... প্রদ্বীপ জ্বালিয়ে আলোকিত! তবু ও সে নদীতেই আমার "মা" আমার না থাকা কিছুর জল... আমার যা কিছু বর্তমান। **** আমি কবি বা এরকম কিছুই নই। কোন ভুল কিছু নদীর মাঝে পাইলে......., বা সাগরে মাঝে পাওয়া গেলে ধইরা আমার হাতে তুইলা দিবেন এবং ক্ষমা করিবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.