আমাদের কথা খুঁজে নিন

   

অলসতা

মাঝে মাঝে শীতকালে ঠান্ডা যেভাবে জেঁকে ধরে অনেকটা একইভাবে অলসতাও জেঁকে ধরে কখনও কখনও। সকালে সূর্য্যি মামার উঁকিঝুঁকি জানালা দিয়ে ভাঙিয়ে দেয় আরামের ঘুম। মনে হয় আর একটু ঘুমাই, আর একটু...। অথবা না ঘুমোলেও পড়ে থাকি গতরাতের আধ-পড়া বইটি নিয়ে, কিংবা ল্যাপটপে ঘুরিয়ে ফিরিয়ে দেখি বন্ধুদের ছবি। অলসতা পরিণত হতে পারে ব্যধিতে।

ছোট এই জীবনে বহু সময় নষ্ট করেছি শুয়ে বসে। হ্যাঁ, প্রয়োজন আছে নীরব সময় কাটানোর - নিজেকে চেনার জন্য, অতীত বা ভবিষ্যত নিয়ে ভাববার জন্য। ভয়টা হয় তখনই যখন শুধু দিবাস্বপ্নেই কেটে যায় বেলা। জানি যাদের প্রতিনিয়ত যুদ্ধ করতে হয় বেঁচে থাকবার জন্য, তাদের কাছে অলসতা বিলাসিতার বেশি কিছুনা। আমার লেখা অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে।

কিন্তু সত্যি বলতে কি নিজের অলসতা নিয়ে আমার বড়াই করবার কিছু নেই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।