আমাদের কথা খুঁজে নিন

   

একজন মহানুভব নেতা

বাস্তবতায় আপনাকে স্বাগতম আমাদের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত, বলেছিলেন একজন জনৈক উঠতি নেতা। তিনি আকারে মানুষটা ছিলেন ছোটো খাটো, কিন্তু তার কথার যে তেজ ছিল তাতে আকাশ পাতাল না কাপলেও দুই একটা এলাকার শৌচাগার না কেঁপে পারতো নাহ। ভাই এর নামটা বলা যাচ্ছে না, তিনি এ মুহুর্তে খেমতাধর অমানুষ। ধরে নিন তার নাম হল কুদ্দুস ভাই। কুদ্দুস ভাই ছিলেন এক বাপের একমাত্র শয়তান, কিন্তু নির্বাচন -এর সময় আপন বাপের ঔরশ কে মিথ্যে প্রমান করে তিনি পিতার বয়সি সবাইকে বানালেন বাবা, আর আমাদের বয়সি সকল তরুন হলাম তার ভাই।

তা যাই হউক কুদ্দুস ভাই এর দিল টা ছিল অসম্ভব বড়, সেই দিল থেকে রক্ষা পেয়েছে এমন মেয়ে এলাকাতে আছে কিনা জানি না। হোপ্লেস রোম্যান্টিক কুদ্দুস ভাই একরাতে কিভাবে একজন হুজুর হয়ে গেলেন তা কেউ জানে না, তবে এলাকায় খবর ছিল তার জোব্বার তলে তিনি নাকি .৪৫ এর মেশিন রাখতেন। তিনি নির্বাচনের সময় প্রতিজ্ঞা করেছিলেন আমাদের এলাকা তিনি পরিষ্কার করাবেন। আমাদের ছোটো এলাকাটিতে আবর্জনার জাদুঘর সৃষ্টি হয়েছে। আজকে দেখলাম ভাই লোকজন নিয়ে এসে বস্তি খালি করাচ্ছেন।

ছোটো ছোটো বাচ্চা গুলো ময়লা জামা পরে কান্নাকাটি করছে। এক মহিলা কান্নাকাটী করছে, বলছে তার যাওয়ার আর যায়গা নেই। কিন্তু কুদ্দুস ভাইএর মত নীতিবান মানুষেরা সামান্য কান্নাকাটিতে বিচলিত হন না। তিনি মহিলা কে ৩০ টাকা ধরিয়ে দিয়ে চলে যেতে বললেন। আহা, কি দয়া কুদ্দুস ভাইএর, এমন দয়ালু নেতা হাজারে একটা থাকে।

তিনি অতিশয় বুদ্ধিমান, নয়ত একটা মানুষের ঘর কেড়ে নেয়ার মুল্য যে ৩০ টাকা তা তিনি কিভাবে বুঝলেন! কিন্তু হায় বস্তির অই মুর্খ মহিলা বুঝলোনা কুদ্দুস ভাইয়ের মহানুভবতা, সেই ৩০ টাকা নিয়ে সে তাতে থুতু দিয়ে ফেলে দিল। কুদ্দুস ভাই নাহয় ভাল মানুষ কিছু বলতেন না, তবে তার সাথে যারা ছিল তারা এ অপমান মেনে নিতে পারলনা। একজন মহিলাকে তারা অসামান্য গৌরবের সাথে টেনে হিচড়ে বের করল। তারপর টানতে টানতে তাকে বস্তি থেকে বের করে নিয়ে গেল। বস্তির পাশে একটা ডাস্টবিন ছিল, সেটা যদিও চার বছর পরেও রয়ে গেছে, কিন্তু তাতে কি! কুদ্দুস ভাই বস্তি সরিয়ে শেখানে জুয়ার আড্ডা বসিয়েছেন।

সেখানে নাকি জুয়ার পাশাপাশি গাজা, ফেন্সিও পাওয়া যায়, এমনকি দৈহিক তৃপ্তি মেটানোর ব্যাবস্থাও আছে। কুদ্দুস ভাই আসলেই মহান, কোথায় কি হলে আমরা সন্তুষ্ট থাকব তিনি ভাল ভাবেই জানেন। ভাবছি পরেরবার ও ওনাকেই ভোট দেব। জয় কদ্দুস ভাই, জয় আমাদের এলাকা। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.