আমাদের কথা খুঁজে নিন

   

রসায়ন নিয়ে আমার ভালোলাগার ২য় কিস্তি

রসায়ন নিয়ে আমার ১ম লেখায় অনেক সাড়া(!) পেয়ে ২য় কিস্তি লেখায় হাত দিলাম । জানি না আপনাদের সন্তুষ্ট করতে পারব নাকি তবে চেষ্টা করছি............ (1)আচ্ছা আপনারা কি আইসোটোপ, আইসোবার, আইসোটন এর নিয়ে কখনো প্যাচঁ লাগিয়েছেন? এবার আমরা এগুলো সহজে মনে রাখার উপায় দেখব আশা করি এটা দেখার পর জোর করেও ভুলতে পারবেন না... দেখুন , আইসোটোপ এর শেষে "প" আছে, আইসোবার এর শেষে "বার" আছে R আইসোটন এর শেষে "ন" আছে অর্থাৎ আইসোটোপ এর ক্ষেত্রে প্রোটন সংখ্যা সমান, আইসোবার এর ক্ষেত্রে ভর সংখ্যা এবং আইসোটন এর ক্ষেত্রে নিউট্রন সংখ্যা সমান.... আশা করি বুঝতে পেরেছেন । (2)পর্যায় সারণীর প্রথম 22টি মৌল মনে রাখার উপায় - H HeLi Be B C N O F Ne Na Mg Al Si P হায় হেলি বেবিকে নিয়ে ওখানকার ফুল নিয়ে নাও ম্যাকাইভার আলসি ফেলে S Cl Ar K Ca Sc Ti সেই কালো আর কমলা ক্যামেলিয়ায় সাজাবো তোমায় (অবশ্য এটি মনে রাখার চেয়ে মূল বিষয়টা মনে রাখা উচিত এবং সহজ) (3) ধাতুর সক্রিয়তা সিরিজ - K Na Ca Mg Al Zn Fe Sn Pb H Sb Bi As কে না কে ম্যাকাইভার এল যেন ফিরে সুস্মিতাকে পাবে হায় সবই বিফলে আজ Cu Hg Ag Pt Au কাপুরুষ হাবলু আজি পেটাবে আমায় (4) উজ্জল ধাতু - Ca Na Mg Ag Al কানা ম্যাকাইভার আগে এল (5) নরম ধাতু - Pb Na Ca K পাব না কেয়া কে (6) D ব্লকের মৌল - Cu Mn Cr Co Fe Ni Zn কাজল মার্সিটিজ কারে করে ফেনী যাবে ইনশাআল্লাহ অতি শীঘ্রই ৩য় কিস্তি লিখব রসায়ন নিয়ে আমার ভালোলাগার ১ম কিস্তি Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।