আমাদের কথা খুঁজে নিন

   

রসায়ন



পরাগায়ন রহস্যের খোঁজে রক্তজবা দ্বি-খন্ডিত করার ইচ্ছে রাখিনি কখনো তবু ভানুমতির খেলা কাম ও কলুষতায় ছিঁড়েছে জল-যৌবনের ঘোড়া হরবোলা পাখি নিজের ডানা ভেদ করে চালান করেছে প্রাচীন শিলাখন্ড মোহনীয় রাধীকা সময়ে এভাবেই হৃদপিন্ডের গভীরে চাঁদ আর মাটির গর্ত মিলিয়া যায় জবা-কুসুমের হাট থেকে একে একে উঠে আসে প্রেত ও মোহের নগর পাথর ফেটে এক চিলতে ভোর দাঁড়াতে দাঁড়াতে লীন হয়ে গেছে প্রায় অশ্বখুরের আঘাত থেতা মাংশের ভাঁজেও রুয়েছে আশ্চর্য্য বকুল... এখন মেঘ ফেটে গড়িয়ে পড়ছে অনন্ত নাগ-স্তন, তাই আজো জ্যোৎস্না-রাতে নামে আদিগন্ত নেশার প্লাবন বিষের প্লাবন.. খরার প্লাবন.. আজো ক্লোরোফরমের ঘ্রানে সর্প-দুপুর নিস্তেজ হয় বয়সী রাতে খুলে ফেলে সমুদ্রবালকের জোনাকনগর ঢেলে দেয় উত্তপ্ত পারদের গম্বুজ মগজের ভেতর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।