আমাদের কথা খুঁজে নিন

   

মাতাল

তোমাকে ছাড়া বাঁচবো না চরম মিথ্যা কথা বরং জেনে রেখো তোমার সাথে আজীবন বাঁচতে রাজি আমি উৎসবে উচ্ছ্বাসে মদ গেলা নাকি এক ধরেনের আনন্দ উদযাপন। আবার কেউ কেউ মনের জ্বালা যন্ত্রণা ভুলে থাকতে । আমি এই জিনিসটা বুঝলাম না কেন মদ কে আনন্দেও পান করে আবার বেদনাতেও!!! সে যাই হক, মদ খেলে মাতাল হয়। আর এই মাতালরা মাতাল অবস্থায় হরেক রকম মাতলামি করে। তার মধ্যে একটা হল বিভিন্ন কথা দেওয়া। আর অবশ্যই এসব কথা মাতালামি ঘোর কেটে গেলে সব ভুলে যায়। আমাদের দেশের নেতারাও ভোট এর জন্য নির্বাচন আগে অনেক কথা অনেক প্রতিস্রুতি দেন। আর নির্বাচনে জিতে গেলে সব কথাই ভুলে যান। তাহলে কি উনারা নির্বাচনএর আগে মাতাল থাকেন? নির্বাচনের পর তাদের মাতলামি ঘোর কেটে যায়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।