আমাদের কথা খুঁজে নিন

   

মাতাল উড়ি, মাতাল পুড়ি...

স্বপ্নে আঁকি উদাস হয়ে, ছায়া সুহৃদ মিল।
সহসা জাগে রাত বাড়ছে বয়েস দেয়ালে স্মৃতির জলছাপ। কে দূরে দাঁড়িয়ে কালো চাদরে এ কি ভুল! জেগে ওঠে কালো হাত। নিছক আঁধার মাপি বোঝা দায়, ভীষণ ভারি; এ কি ভুল! বিষাদ রাত প্রহরী। মাতাল উড়ি, মাতাল পুড়ি। শহর ভাঙ্গা নুড়ি পাপের মাশুল, পাথর খুঁড়ি; এ কি ভুল! নিথর বিকেল চুরি। মাতাল উড়ি, মাতাল পুড়ি।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।