আমাদের কথা খুঁজে নিন

   

মাতাল আমি



মজার কথা , সুখের কথা হয়তবা হাসির কথাও আমার মনে হচ্ছে আমি ঘাড় ভেঙ্গে প্রেমে পরছি । কার আবার তাহসানের । কালকে টিউন এর এ্যাড পেপারে দিছে । দেখলাম তাহসান উপরের পাটির দাত বের করে হাসি দিছে । তখন কিছু হল না ।

ভাবলাম তন্দ্রাকে দিব পেপার কাটিংটা । পেপার কাটলাম । টেবিলে রাখলাম । পড়তে বসলাম । হায়রে আমি তো বইয়ের থেকে তাহসানের দিকে তাকাচ্ছি বেশি ।

তখনই বুঝলাম কুছ কুছ হো গায়া । এই ছেলে কিছু দিন পর পর আমার মাথায় মাথা চারা দিয়ে উঠে । ধ্যাত এই ছেলের আবার বিবাহ ঠিক হয়ে গেছে । নাহইলে একটা কিছু তো করা যাইত । আরেক জন মহাউস্কানি দিল ।

সে যদিও জানতনা একটা থেকে আরেকটা হবে । তাহসানের একট া গান পাঠালো । শুনে মনে হচ্ছে আমার সামনে বসেই গানটা গাচ্ছে । আমি শেষ । ঈদের দিনই পেপার টা তন্দ্রাকে দিব ।

এসব ফালতু কামে আমি নাই । বসে বসে এখন তাহসানের দোষ বের করব । ছেলেটার দাত গুলার অবস্থা কি ? আকা বাকা । চোখ গুলো? ছোট ছোট । চুলের কাটিং ? কি কমন কাটিং ।

ভাল না বিন্দু আমি ,তুমি আমায় ঘিরে বৃত্তের ভিতর শুধুতুমি আছ মাতাল আমি তোমার প্রেমে ,তাই অর্থহীন সব ই যে প্রেম লাগে (আম্মাআআ)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।