আমাদের কথা খুঁজে নিন

   

পুঁজিবাজারে আশার আলো, সপ্তাহজুড়ে চাঙাভাব

যাহা বলি সত্য বলি.... আগের সপ্তাহের ধারাবাহিকতায় গত সপ্তাহেও চাঙা ছিল পুঁজিবাজার। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক বাড়ে ২২৭.১০ পয়েন্ট। এর আগের সপ্তাহে বেড়েছিল ৩৬৫.০৯ পয়েন্ট। অর্থাৎ গত দুই সপ্তাহে ডিএসইর সূচক বেড়েছে ৫৯২.১৯ পয়েন্ট। অপরদিকে গত সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ সূচক বেড়েছে ৩.৬১ শতাংশ বা ৩৮৬.৪৪ পয়েন্ট।

একই সঙ্গে গত সপ্তাহজুড়ে উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, গত সপ্তাহে ডিএসইতে মোট ২৬৪টি প্রতিষ্ঠানের লেনদেন হয়। এর মধ্যে বেড়েছে ১৪৯টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত ছিল চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। একই সঙ্গে ডিএসইর সাধারণ সূচক আগের সপ্তাহের চেয়ে ২২৭.১০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৯৮৯.৮১ পয়েন্টে। সার্বিক সূচক পৌঁছেছে ৪ হাজার ৯৭৮.৪১ পয়েন্টে যা আগের সপ্তাহের চেয়ে ১৭৯.২০ পয়েন্ট বেশি।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৩ হাজার ৫৪৭ কোটি ৪১ লাখ ৯৯ হাজার ৬১৯ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের সপ্তাহের চেয়ে ১ হাজার ৩৫ কোটি ৩৯ লাখ ৮ হাজার ৯৯৮ টাকা বেশি। গত সপ্তাহে ডিএসইর দৈনিক গড় লেনদেনও বেড়েছে। গত সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয়েছে ৭০৯ কোটি ৪৮ লাখ ৩৯ হাজার ৯২৪ টাকা। আগের সপ্তাহে যা ছিল ৫০২ কোটি ৪০ লাখ ৫৮ হাজার ১২৪ টাকা।

গত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির প্রতিষ্ঠানগুলোকে ঘিরেই ডিএসইর বেশিরভাগ লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ৩ হাজার ১৮১ কোটি ২৭ লাখ ৯ হাজার ৬১৯ টাকার ‘এ’ ক্যাটাগরির প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। যা মোট লেনদেনের ৯২.৪০ শতাংশ। সাপ্তাহিক টপ টেন গেইনার তালিকায় ব্যাংকিং খাতের প্রধান্য লক্ষ্য করা গেছে। তালিকায় ৭টিই ছিল এ খাতের প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানগুলো হলো- পূবালী ব্যাংক, জিকিউ বল পেন, উত্তরা ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, রেকিট বেনকিজার, সিটি ব্যাংক, এবি ব্যাংক, প্রাইম ব্যাংক ও আইএফআইসি ব্যাংক। সাপ্তাহিক টপ টেন লুজার তালিকায় ছিল- অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আনোয়ার গ্যালভানাইজিং, দুলামিয়া কটন, সমতা লেদার, সাভার রিফ্যাক্টরিজ, মুন্নু স্ট্যাফলার্স, মিরাকল ইন্ডাস্ট্রি, বিএসইসি, লিবরা ইনফিউশনস ও বিআইএফসি। এছাড়া গত সপ্তাহে লেনদেনের ভিত্তিতে শীর্ষ দশ প্রতিষ্ঠান ছিল- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইউনাইটেড এয়্যারওয়েজ, বিএসআরএম স্টিলস, এমআই সিমেন্ট, আফতাব অটোমোবাইলস, এনবিএল, পিপলস লিজিং, বেক্সিমকো, লঙ্কাবাংলা ফিন্যান্স ও প্রাইম ব্যাংক। গত সপ্তাহে জিকিউ বল পেন কোম্পানি ২০ শতাংশ শেয়ার লভ্যাংশ (স্টক ডিভিডেন্ড) ঘোষণা করেছে। এর আগের বছর যা ছিল ৩৫ শতাংশ নগদ।

অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, গত সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া ২১৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৩৫টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত ছিল চারটি প্রতিষ্ঠানের দাম। পাশাপাশি গত সপ্তাহে সিএসইর সাধারণ সূচক ৩.৬১ শতাংশ বা ৩৮৬.৪৪ পয়েন্ট বেড়ে উন্নীত হয় ১০ হাজার ৬৭৯.৩০ পয়েন্টে। সার্বিক সূচক দাঁড়ায় ১৬ হাজার ৫৭৩.৫৯ পয়েন্টে, যা আগের সপ্তাহের চেয়ে ৩.৫ শতাংশ বেশি। গত সপ্তাহে সিএসইতে লেনদেন হয় ৪৮৪ কোটি ৫০ লাখ ৫৫ হাজার ৭৮৬ টাকার শেয়ার ও ইউনিট। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩৫৯ কোটি ৬২ লাখ ৮৫ হাজার ৯৪৩ টাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.