আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাজ্যের অধীনেই থাকতে চায় ফকল্যান্ডবাসী!!!!!!!!!!

আর্জেন্টিনা নয়, যুক্তরাজ্যের নিয়ন্ত্রণাধীন এলাকার মানুষ হিসেবেই থাকতে চায় ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মানুষ। এ নিয়ে দুই দিনের গণভোটের ফলাফলে তা সুস্পষ্ট। ফকল্যান্ডের প্রায় শতভাগ মানুষ যুক্তরাজ্যের অধীনে থাকার পক্ষে মত দিয়েছে। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়। ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে।

দুই দেশই এই ভূখণ্ডটিকে নিজের বলে দাবি করে আসছে। কিন্তু ফকল্যান্ডের মানুষ কী বলে? কোন দেশের অধীনে থাকতে চায় তারা? এ ব্যাপারে তাদের মতামত জানতে গত ১০ ও ১১ মার্চ ফকল্যান্ডে দুইদিনব্যাপী গণভোটের আয়োজন করা হয়। এর ফলাফলে দেখা গেছে, স্থানীয় মানুষ তাদের দ্বীপপুঞ্জ যুক্তরাজ্যের অংশ হিসেবেই দেখতে চায়। ফকল্যান্ডের ৯০ শতাংশ মানুষ অংশ নিয়েছিল এই গণভোটে। এক হাজার ৫১৭ জন ভোটারের মধ্যে এক হাজার ৫১৩ জন ভোট দিয়েছে যুক্তরাজ্যের অধীনে থাকার পক্ষে।

আর্জেন্টিনার পক্ষে গেছে মাত্র তিনটি ভোট। ফকল্যান্ড দ্বীপবাসীদের এই রায় মেনে নেওয়ার জন্য বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের সরকার। ফকল্যান্ডের আইনসভার সদস্য ডিক সোয়েল বলেন, ‘গণভোটের এই ফলাফল বিশ্বকে জোরালো এই বার্তা দিয়েছে যে, নিজেদের ভালোমন্দ নির্ধারণের অধিকার ফকল্যান্ড দ্বীপবাসীর আছে। এর জন্য ১৯৮২ সালে একটা লড়াইও হয়েছিল। আর আজ আমরা সেই অধিকারটাকেই সম্মান জানিয়েছি।

আমি দ্বীপবাসীর সাফল্য কামনা করি। ’ ডিক সোয়েল বলেন, ‘দ্বীপবাসী স্পষ্টভাবে জানিয়েছে যে, তারা যুক্তরাজ্যের নিয়ন্ত্রণাধীন এলাকা হিসেবে এইসব অধিকার নিয়ে থাকতে চায়। সরকার হিসেবে এখন আমাদের দায়িত্ব হচ্ছে, এই বার্তা সারা দুনিয়ায় পৌঁছে দেওয়া। ’ যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব উইলিয়াম হেগ বলেন, ‘ফকল্যান্ডবাসী ভবিষ্যতে কোন পথে হাঁটার সিদ্ধান্ত নেবে, নিজেদের ভবিষ্যত্ কীভাবে সাজাবে, তা ঠিক করার অধিকার তাদের বলেই আমরা বিশ্বাস করি। একবিংশ শতাব্দীতে এখন সবার সেই অধিকারকে সম্মান জানানো উচিত।

এই গণভোটের ফলাফল সব দেশের মেনে নেওয়া উচিত। ’ এদিকে. আর্জেন্টিনা এখনো মনে করে, এই ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা তাদেরই। আর্জেন্টিনার সরকারও দীর্ঘদিন ধরে ওই অঞ্চলের ওপর নিজ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছে। এই প্রচেষ্টার অংশ হিসেবে ১৯৮২ সালে একটি রক্তক্ষয়ী যুদ্ধ হয় আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে। দুই মাস ধরে চলা এই যুদ্ধে ২৫৫ জন ব্রিটিশ ও ৬৫০ জন আর্জেন্টাইন সেনা নিহত হয়।

প্রথম আলো ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.