আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাজ্যের ভিসা পাননি সালমান!

পরবর্তী ছবির শুটিংয়ের কাজে গত সপ্তাহেই যুক্তরাজ্য যাওয়ার কথা ছিল সালমান খানের। কিন্তু ভিসা না পাওয়ায় সেখানে যেতে পারেননি ছবিটির মূল অভিনেতা সালমান। কোনো রকম কারণ না দেখিয়েই তাঁকে ভিসা দেওয়া হয়নি। সালমানের কাছের মানুষদের ধারণা, সালমানের বিরুদ্ধে গাড়িচাপা দিয়ে মানুষ হত্যা মামলার বিচারকাজ ঝুলে থাকার কারণেই এমনটা ঘটেছে।
এর মধ্যেই লন্ডনে ছবিটির শুটিংয়ের কাজ শুরু হয়ে গেছে।

গত সপ্তাহে সেখানে গিয়ে ছবির দলের সদস্যদের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল সালমানের। কিন্তু ভিসা জটিলতার কারণে এখন পর্যন্ত ভারত ছাড়তে পারেননি তিনি। সালমানের কাছের একটি সূত্রের বরাতে এমনটিই জানিয়েছে ‘মিড-ডে’।
এ প্রসঙ্গে ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ‘সালমানের ভিসার জন্য আবারও আবেদন করা হবে। তাঁর অনুপস্থিতির কারণে এর মধ্যেই ছবির শুটিংয়ের কাজ বেশ পিছিয়ে গেছে।

আগামী সপ্তাহ পর্যন্ত তাঁর জন্য আমরা অপেক্ষা করব। আমাদের প্রত্যাশা, এই সময়ের মধ্যে তিনি যুক্তরাজ্যের ভিসা পেয়ে যাবেন। ’
সালমানের ভিসা না পাওয়ার পেছনের কারণ সম্পর্কে তাঁর কাছের একটি সূত্র জানিয়েছে, ‘আমাদের ধারণা, ২০০২ সালে গাড়িচাপা দিয়ে মানুষ হত্যার দায়ে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলার বিচারের কাজ ঝুলে থাকার কারণেই যুক্তরাজ্যের ভিসা পাননি তিনি। তা ছাড়া বর্তমানে যুক্তরাজ্যের ভিসা পাওয়ার ক্ষেত্রে নিয়ম-কানুনে অনেক বেশি কড়াকড়ি আরোপ করা হয়েছে। ’
সূত্রটি আরও জানায়, ‘গত ১৯ জুলাই মামলার শুনানির সময় বলা হয়েছিল, ২৪ জুলাই রায় প্রদান করা হবে।

সেদিন আদালতে হাজির হয়েছিলেন সালমান। কিন্তু ২৪ তারিখেও এ-সংক্রান্ত কোনো রায় দেওয়া হয়নি। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১৯ আগস্ট। ’।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.