আমাদের কথা খুঁজে নিন

   

সংবিধানের ডিজিটাল ভার্সন করে তাতে আনডু, রিডু, লাইক, ডিসলাইক বাটন যোগ করা হোক!

ধুর সকালের পোষ্ট! কিছু বাড়তি বুদ্ধি দরকার, তাই আবার দিলাম। (এইবারই শেষ) এই কিছুক্ষণ আগে মোবাইলে একটি ম্যাসেজ আসল, হাতে নিয়ে দেখি ফেসবুকের স্ট্যাটাস এলার্ট। আমার একজন আত্মীয়া তার স্ট্যাটাসে লিখেছেন, "সংবিধান পাইছি একটা। ঝোলার লাড়ু। সুযোগ পাইলেই পাল্টাই ।

" এটা দেখেই মাথায় এই বুদ্ধিটা আসল, আর তা শেয়ার করা জন্য আমি এখন ব্লগে। আচ্ছা এবার আসল কথায় আসি। আমার কিছু দাবি আছে। তা একে একে বলছি। আমাদের সংবিধানের ডিজিটাল ভার্সন করা হোক।

এবং তা কোন Content Management Software (CMS) দ্বারা পরিচালিত করা হোক। যাতে ইচ্ছা মত পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধন এবং কর্তন করা যায়। যেহেতু এক এক সরকার আসা মাত্র তাদের মন মত করে সংবিধান পরিবর্তন করে, এবং অন্য দল তা আবার পরিবর্তন করার চেষ্টা করে, তাই আনডু্ এবং রিডু বাটন দেওয়া হোক। অনেকেই হয়ত বলবেন এই কাজ করলে প্রতিদিন সংবিধান পরিবর্তন হবে, এবং তা নিয়ে প্রতিদিন ভাংচুর, আগুন জ্বালান, হরতাল ইত্যাদি হবে। না তার জন্যও সমাধান আছে।

সংবিধানে লাইক এবং ডিজলাইক বাটন থাকবে। যার পছন্দ হবে, সে লাইক দিবে, যার অপছন্দ হবে সে ডিসলাইক দিবে। এটি নিয়ে গুগল গ্রুপস, ইয়াহু গ্রুপস, ফেসবুক পেজ ইত্যাদি খোলা যাবে। যা হবার সব হবে ডিজিটালি। আমার মাথায় আর কিছু আসছে না এই মুহুর্তে, আপনাদের মাথায় আর কিছু থাকলে শেয়ার করতে পারেন।

কমেন্ট উন্মুক্ত। প্রথম আলো ব্লগে কজন বলেছেন যে স্প‌্যাম বাটন এড করা যেতে পারে। আপনার মন্তব্য জানান। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.