আমাদের কথা খুঁজে নিন

   

আমার জীবনে ঘটে যাওয়া কিছু অমিমাংসিত ঘটনা….(কিছুটা ভৌতিক)

মূলত আমি ভূত/প্রেত বিশ্বাস করি না । তবে জ্বীনের অস্তিত্ব আছে এটা আমি মানি যেহেতু আমি মুসলমান। বেশ কিছু দিন আগে আমার জীবনে কয়েকটা ঘটনা ঘটেছে যেটার ব্যাখা আমি এখনও পাই নাই। কথা না বাড়িয়ে ঘটনাগুলো বলিঃ ঘটনা ১: এটা গতবছরের ঘটনা। রোজার ঈদের দিন সারাদিন বৃষ্টি ছিল বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দেবার জন্য বের হলাম আসার কথা ছিল সবার কিন্তু বৃষ্টির কারণে মাত্র ৩জনের মত আসছিল।

কি করব সবাই সিধান্ত নিলাম যে পরদিন কোথাও ঘুরতে বের হব। কোথায় যাওয়া যায় ভেবে সবাই মিলে খুলনা যাওয়ার সিধান্ত নিলাম। তারপর বেশ কিছুক্ষণ আড্ডা দেবার পর বাসায় চলে আসলাম। বাসায় এসে খেয়ে আমার রূমে চলে এলাম। আমার রূম হল ছাদের উপর সিড়ি ঘরের উপর একটা রূম সাথে বাথরূম আর বারান্দা।

রূমের আশেপাশে কিছুই নেই। যেহেতু ছাদের উপর তাই রূমে আসলে আশেপাশের সব কিছুই দেখা যায়। তো রূমে ঢুকে টিভি অন করলাম ঈদের অনুষ্ঠান দেখছিলাম। তো একটা এস এম এস আসল যে রেডিও তে ভূত এফ এম হচ্ছে। এটা আমার শুনতে অনেক ভালোলাগে।

তো টিভি বন্ধ করে রেডিও অন করলাম। আমার একটা সিমপ্ফনি মোবাইল সেট আছে। তো সেটার চার্জ শেষ হয়ে যাওয়ায় বারবার বিকট আওয়াজ করছিল। বিরক্ত লাগছিল তাই সাউন্ড বন্ধ করে দিয়ে পাশের টেবিলে মোবইলটা চার্জে দিলাম। টেবিলটা বিছানা থেকে বেশ খানিকটা দূরে।

চার্জে দিয়ে এসে আমি আবার রেডিও শুনতে থাকলাম। তো ১২ টার পর ভূত এফএম শেষ হল। আমি ভাবলাম ঘুমিয়ে পড়ি কারণ পরদিন সকাল ৭.৩০ মিনিট এ খুলনা যাবার ট্রেন। সকাল ৬.৩০ মিনিট এ বন্ধুর ফোনে ঘুম ভাঙল। ওর সাথে কথা শেষ করে ঘুম থেকে উঠলাম।

বসার পরই বিরাট একটা ধাক্কা খেলাম। কারণ আমি যে ফোন দিয়ে কথা বললাম সেটা গতকাল রাতে আমি সাউন্ড বন্ধ করে পাশের টেবিলে চার্জে দিয়ে ঘুমিয়ে ছিলাম। আর আমার ঘুম ভাঙছে সেই ফোনের রিং শুনে। আর ফোনটা ছিল আমার বালিশের পাশে। ভাবলাম হয়ত রাতে কোন ফোন আসছিল তাই হয়ত উঠে নিয়ে আসছি।

কিন্তু যখন কল রেকর্ডস চেক করলাম তখন আরো অবাক হলাম এই দেখে যে কোন রেকর্ডসই রাতের নাই। সব গতকাল দিনের, তারমানে রাতে কোন কল বা মিসকল কোনটাই আসে নাই। আর রাতে আমি যদি কখনও উঠি তাহলে আমার মনে থাকে কিন্তু আমি কিছুতেই মনে করতে পারলাম না যে রাতে আমি উঠেছি। আমার মনে হয় না রাতে উঠেছিলাম, উঠলে অবশ্যই মনে পরত। তারপর আরেকটা বিরাট ধাক্কা খেলাম যখন আমি টেবিলের দিকে তাকালাম।

যেটা আমি কখনও করি না সেটা দেখলাম। আমি সাধারনত মোবাইলের চার্জার কখনও কারেন্ট বোর্ড থেকে খুলি না। লাগানোই থাকে চার্জ দেবার দরকার হলে লাগিয়ে দেই না হলে ঐভাবেই থাকে। আমি দেখলাম চার্জারটা বোর্ড থেকে খোলা শুধু খোলাইনা সুন্দর করে গোল করে গোছানো যেটা আমি জীবনে কখনও করি না। আমার রূমে বাহির থেকে কেউ ঢোকার কোন সুযোগ নাই।

রূম আমি ভেতর থেকে লাগিয়ে ঘুমিয়ে ছিলাম। তো এই ঘটনার কোন ব্যাখ্যা আমি এখনও পাই নাই। জানি না পাব কি না। এভাবে মাঝে মাঝে বেশ কিছু ঘটনা ঘটেছে আমার জীবনে। সর্বশেষ একটা ঘটনা নিয়ে খুব চিন্তায় আছি।

সেটা পরের বার লিখব। সবাই ভালো থাকবেন।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।