আমাদের কথা খুঁজে নিন

   

ছোট্ট একটি নাটিকা.......(গাছ লাগান, টাকা কামান)

ভালো মন্দ মিলে আমি একজন সাধারন মানুষ। পাত্র পাত্রীঃ গনতন্ত্রের মানশকণ্যা রঙ হেডেড হাসিনা, কিছু চামচা জাতীয় প্রাণী, এলাকার ফাপরবাজ দরবেশ ভাই, আমজনতা..... দৃশ্য ১-১০নির্ভর করে পরিচালকের উপর, ঘরের লোক হইলে ১০ এর বেশিও হইতে পারে, না হইলে ১ টা দিয়েও কাজ চালায় নিতে পারে। তবে দৃশ্য যতোই হোক মাজেজা একই) লম্বা একটা ভাষনের শেষের পথে হাসিনা। চামচারা চারপাশে ভক্তিতে কোমর পর্যন্ত বেকিয়ে বসে আছে। ভাষন প্রায় শেষ।

এমন সময় হাসিনা বলে উঠবেন "আমি দেশবাসীর নিকট আবেদন জানাচ্ছি, আপনারা সবাই একটা করে বনজ, ফলজ এবং ভেষজ গাছ লাগান। দেশের উন্নয়ন এবং পরিবেশ রক্ষায় অংশ নিন। " চাটুকারদের তালির মাঝে দৃশ্যের পর্দা নামবে। দৃশ্য ২: পানের দোকানে বসে আছে দরবেশ ভাই। টিভি দেখছেন।

হাসিনার ভাষন। ভাষন শেষ হবার পরপরই দরবেশ ভাইয়ের মুখে পাইছি আইডিয়া টাইপের একটা হাসি দেখা যাবে। দোকানদার ভীত চোখে তার দিকে তাকিয়ে থাকবে। দৃশ্য ৩: এলাকায় হইচই। দরবেশ ভাই কি জানি নতুন একটা ব্যবসা শুরু করছেন।

"গাছ লাগান,টাকা কামান" নামক একটা ব্যবসা। খোজ নিতে এলাকা থেকে কয়েক জন আমজনতা তার অফিসের সামনে। তাদের প্রতি দরবেশ ভাইয়ের কথামালা, " আসলে আমার এই আইডিয়াটার পুরা ক্রেডিট কিন্তু নেত্রীর। তার কথা শুনেই বুঝতে পারলাম দেশের জন্য আসলেই কিছু একটা করতে হবে, করা উচিত। তাই এই নতুন ব্যবসা।

ভাই সকল আপনারা জানেন গনতন্ত্রের মানশকণ্যা , বহু আন্দোলনের জন্মদান কারী, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বেশি করে গাছ লাগান। দেশ ও দশের উপকার করুন। তাই আমি আমার 'গাছ লাগান টাকা কামান' কোম্পানী নিয়ে আপনাদের সেবায় হাজির হয়েছি। আমার এই কোম্পানি সেই সব আগ্রহী মানুষদের হয়ে গাছ লাগাবে যাদের নিজেদের কোন জমি নেই। আপনারা প্রতিটি গাছের জন্য ১০০০ টাকা করে দেবেন।

লাগানো,দেখাশুনা করা ইত্যাদি বাবদ। ৮ বছর পর ওই গাছের ৮০% আপনার। ২০% আমাদের। আমাদের কোম্পানী আরো যেসব সুবিধা দেবে তা হলো.........................................." দরবেশ ভাইয়ের এমন কথায় লোভে পড়ে অনেক মানুষই চিন্তা করতে থাকবে। লাগিয়েই ফেলবো নাকি একটা।

দৃশ্য ৪: দরবেশ ভাই ফোনে আলাপরত, " আরে না জানু, এইটা কোন রিস্কি বিজনেস না। সেইফ , পুরাই সেইফ। শুনো মানুষ যখন গাছ লাগাইতে আসবে তখন আগের লাগানো একটা তুলে ওইখানে নতুনটা লাগানো হবে। জমিও আমার না, সরকারি। " ..... "আরে হাসিনাতো ভাষন দিয়াই খালাস।

চিন্তা কইরা দেখসে দেশের ১৬ কোটি মানুষই যদি ৩ তা কইরা গাছ লাগায় তয় দেশের কি অবস্থা হইবো? আরে মানুষতো তখন দাড়ানোরই জায়গা পাইবো না। " ...... "আবার জিগায়। দেশে কি সরকারি জমির অভাব আছে নাকি?" ....... "এই ভাবে ভালো মাল পানি জোগাড় করতে পারলেই তোমারে লইয়া চম্পট। তুমি কইলাম রেডি থাকবা। এনি টাইম কল দিবো।

" দৃশ্য ৫: আর না লিখলেও তো মনে হয় হবে। পরে কি হবে তা তো সবাই ভালো করেই জানি। ধন্যবাদ। জি.এম. আকতার হোসেন বাপ্পি ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.