আমাদের কথা খুঁজে নিন

   

“সবকিছু হাসির বিষয় নয়”-সিরিজের তিন বছর তিন মাস, ৫০,০০০ হিট উপলক্ষ্যে কয়েকটি “সবকিছু হাসির বিষয় নয়”-১১৭

আমি লিখি মানুষের কথা,মানুষ পড়ে না। তারা হাসে। তাদের হাসির জন্যে আমি লিখি 'সবকিছু হাসির বিষয় নয়' তারা হাসে না! তবু আমি লিখব। (১) নাতি-দাদু, দিদার সাথে তোমার সম্পর্ক কেমন? দাদু-দিনের বেলা খারাপ, রাতের বেলা ভাল? নাতি-তোমাদের সম্পর্ক কি আবহাওয়া দপ্তরের সংবাদের মত নাকি, যে,দিনের বেলা মেঘলা আকাশ, রাতের বেলা পরিস্কার ? দাদু-রাত হলেই কি সবকিছু পরিস্কার হয় রে ভাই? নাতি-তবে? কখন হয়? দাদু- ওই মানে রাতে খাওয়া-দাওয়ার পর। নাতি-বাহ, বেশ ইনটারেস্টিং তো।

খুব মজা হয় তখন? দাদু-মজা নাকি জানি না, তবে তোর দিদা সোজা হয় আর আমি কুঁজো হয়ে উপুড় হই। নাতি-কি রকম, কি রকম, একটু ভেঙে বল না প্লিজ। দাদু- মানে রাতে ভাত খেয়ে বিছানায় গিয়ে বসলেই তোর দিদার বাতের ব্যথাটা চাগাড় দিয়ে ওঠে, আমিও তখন কাশির ধমকে কুঁজো হয়ে পড়ি। -- (২) নাতি- দাদু তোমার আর দিদার মধ্যে কি সত্যিই কি তেমন কিছু হয় না? দাদু-হয়রে ভাই হয়, তবে তা পিকনিকের মত। নাতি-ওয়াও কি মজা, তবে পিকনিকের মত মানে? দাদু-বছরে দু-একবার।

(৩) হাসপাতালে সুন্দরী নার্স রোগীর দুই হাতের কব্জী ধরে নাড়ি পরীক্ষা করছে। রাগে অগ্নিশর্মা ডাক্তার বাবু বললেন—ট্রেনিং-এ এই শিখেছো, রোগীর দুই হাতের কব্জী ধরে নাড়ি পরীক্ষা? তরুণী নার্স বিষণ্ণ হেসে বলল—ডাক্তারবাবু, আমি এক হাতে নাড়ি পরীক্ষা করছি অন্য হাতে আস্মরক্ষা করছি। (৪) বাক্য সংকোচনের উদাহরণ- অঙ্গে উল যার= উলঙ্গ ৫০,০০০ হিট এবং আমার ব্লগীয় তিন বছর তিন মাস, য়ে সমস্ত ব্লগার বন্ধুরা আমার ব্লগে আসেন, “সবকিছু হাসির বিষয় নয়” সিরিজটা পড়েন,তাঁদের প্রতি শ্রদ্ধা!!! ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।