আমাদের কথা খুঁজে নিন

   

ঋতুর গান

স্বপ্নের ফর্দ থেকে সবচেয়ে দামী গাড়ী বাদ দিয়ে শুধু একটা গাড়ীই রাখা যাক। সবচেয়ে সুন্দর বাংলোর বদলে থাক একটি কুটীর। সব দামী দামী জিনিষের বদলে থাক তাদেরই কোননাকোন সস্তা বিকল্প। নিজের সামর্থের সংগে মানানসই সীমাহীন এই বিকল্প-স্বপ্ন-সন্ধান আজকাল আমার প্রায় রোজদিনেরই কাজ। আশার কোন সত্বর সম্ভাবনাও নজরে আসছেনা যাতে জ্বলে উঠতে পারে ইচ্ছার রংমশাল। পাটীগণিতের গভীরে ডুব দিয়ে ক্রমহ্রাসমান সামর্থের তলদেশে খুঁজে ফিরি একটু দাঁড়ানোর জায়গা। আপাতত, মুক্ত পতনই যেন এই ঋতুর গান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।