আমাদের কথা খুঁজে নিন

   

জীবনকে সুন্দর রাখতে একটু সচেতন হন

আমার লিখতে ভাল লাগে এবং নতুন নতুন বিষয় নিয়ে ভাবতে ভাল লাগে। আমার বাসা থেকে বাস কাউন্টারে যেতে লাগে পাঁচ থেকে দশ মিনিট । গত দুই দিন আগে সকালে অফিসে আসার জন্য যখন বাসা থেকে বের হলাম তখন রাস্তার মাঝখানে এসে বৃষ্টিতে পড়লাম। কাউন্টারে এসে বাসের জন্য দাঁড়িয়ে ছিলাম আর বৃষ্টিতে ভিজতেছিলাম কারণ ছাতা নিয়ে যাই নি। আমার বিরক্ত লাগে ছাতা নিতে, পরে বুঝলাম অসচেতন ব্যক্তিদের পরিনাম কি হয়।

বেশ কিছুক্ষণ পর বাস আসলো তারপর বাসে উঠে অফিসে ভিজা কাপড় গায়ে নিয়ে চলে গেলাম। অফিসে গিয়ে গায়ের গরমে জামাটা শুখিয়ে গেল তখন হাল্কা হাল্কা কাঁসি হচ্ছিল এভাবে ছয়টা পর্যন্ত অফিস করলাম। ছয়টার দিকে আকাশের অবস্থা দেখলাম মোটামুটি ভাল অফিস থেকে বের হলাম বনানী কাউন্টারে যেতে ১ মিনিটের মধ্যে ঝড় ও বৃষ্টি চলে এলো। ঝড় ও বৃষ্টিতে ভিজলাম আর গাড়ির জন্য অপেক্ষা করলাম প্রায় আধাঘন্টা ভিজার পর একটা বাসে উঠতে পারলাম। আমি শীতে ঠক ঠক করে কাঁপতেছিলাম পরে বাসায় গিয়ে গসল দিয়ে কোন রকম একটু খেয়ে শঁইয়ে পড়লাম।

রাতে প্রচন্ড জোড় এলো আমার রুম মেট আমার মাথায় পানি দিয়ে দিল এবং ট্যাবলেট খেতে দিল। সেটা খেয়ে শুঁইয়ে পরলাম। সকালে অফিসে আসতে হবে খুব কষ্ট করে অফিসে আসলাম এখনো গায়ে অনেক জোর খুব কষ্ট করে অফিস করতেছি। তবে আজ আমি একটু হলেও সেফ কারণ আজ ছাতা নিয়ে আসছি। এই ঝড় বৃষ্টি দিনে কেউ আমার মত ভুল করবেন না ।

সঙ্গে করে সবাই ছাতা নিয়ে আসবেন বৃষ্টি হোক বা না হোক। তখন বুঝলাম অসচেতন ব্যাক্তিদের পরিনাম এ রকমই হয়। ছাতা সঙ্গে থাকলে অন্তত কিছুটা হলেও সেফে থাকা যায় তাই সব বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ বাইরে বের হওয়ার সময় আপনারা সবাই ছাতা সঙ্গে নিবেন। জীবনকে সুন্দর রাখতে একটু সচেতন হন। এখনও আমার গায়ে জোর আছে http://www.goromcha.com ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.