আমাদের কথা খুঁজে নিন

   

স্থায়ী ঠিকানা

গল্প

আমি অনেক মানুষ দেখছি আমাকেও অনেক মানুষ দেখছে। দিন রাত মাস বছর যুগ এমনি করে কেটে যাচ্ছে। কখন যে এত বছর হল মনে হয় টের পাইনি। অথচ পিছনে তাকালে দেখি অনেক বছর পার করে এসেছি। সুখের সোনালী সময় আর কষ্টের নিষ্ঠুরতা বয়ে বেচে আছি সীমাহীন পাপের বোঝা নিয়ে অচেনা পথে ধাবিত হচ্ছি।

জানিনা সে পথ কত দূর। যে পথে পৃথিবীর মানুষ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন বলে। তারপর খুব যত্ন করে ও সতর্কতার সাথে গোসল করায় শেষবারের মত। জানাযা কবর ও দোয়া শেষে চির বিদায় দেয় মানুষ চিরদিনের জন্য রেখে আসে তাদের অজানা অচেনা পথে। এমন দিনেও পৃথিবীর সব কিছু ঠিক থাকবে শুধু আমাদের বাড়ি থমথমে নিঃস্তব্ধ থাকবে।

কেউ আমার জন্য কাঁদবে বা কেউ দোয়া করবে পরজনম হবে আমার স্থায়ী ঠিকানা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.