আমাদের কথা খুঁজে নিন

   

নিশুতি রাতের স্বপন

শাদা পরচুল অন্ধকার

মধু নিশি সেতো যেন ভোর হয়ে এল- তোমার পানে চেয়ে এই রাত ফুরাল। তোমায় পেয়ে মোর সব আশা পুরাল। তব ভরা নয়নে অসীম গভীরতা- এক পলকে যেন বলছ কত কথা, কাটায় নিরবতা ওই চোখের চঞ্চলতা। কুন্তল তলে তব-যেন দিগন্ত নিলীমা- কোথা গিয়ে শেষ তার, নেই যেন সীমা। অনন্ত অসীম, ওই বদন সুষমা!! হয়ত বরন তব-শ্যামল শোভন, চারু অঙ্গ করে মোর এ মনটা হরণ।

দেখে তারে ফেরে না এ তৃষিত নয়ন! মধু নিশি বুঝি যেন ভোর হয়ে এল- তোমার পানে চেয়ে এই রাত ফুরাল! তোমায় পেয়ে মোর সব আশা পুরাল। যখন আমার ডাকে-তুমি দিলে সাড়া সেদিন যেন হাতে পেলাম আমি ধরা! পেয়েছি তোমায়-মম আশা হল পুরা । আজ তুমি আছ পাশে,নিশা জগরণে। হয়ে খুব সুখী-তাই বলি আনমনে- ধন্য আমি! চেয়ে ওই নয়নের পানে । আজ নিশা মোর মনে কোন দোলা দেয়? চায় মন, এ রাত যেন কভু শেষ না হয়- তবে পাব তোমায় কাছে আরো বেশি সময় একী তবে আমি ছিলেম কী স্বপনেতে- চেয়েছি যারে এত সময় ধরে পেতে কাছে সে তো নেই আজ আমার পাশেতে ।

হায় নিদ্রাদেবী! কি দেখালে তুমি মোরে- স্বপনে দেখেছি যেন-হৃদয় রানীরে, হায়,পাব কী তারে-স্বপ্নে দেখেছি যারে । মধু নিশি সত্যিই যে ভোর হয়ে এল- কাছে এসেও প্রিয়া আবার হারিয়ে গেল! কাছেতে পাওয়া মোর আর নাহি হল। এটা অনেক আগে লেখা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।