আমাদের কথা খুঁজে নিন

   

নিশুতি রাতের দীর্ঘশ্বাস



কবিতা, তুমি কি খোঁজ রাখ কিছু কেমন আছি আমি,আমরা কেমন কাটছে আমাদের জীবন-স্পদন কবিতা তোমার কি সময় হবে একটু ঘুরে আসার ওখানে কেমন কাটে মানুষের জীবন নিঃশ্বাস,তা দেখবার যদি সময় হয় তবে চল যাই সিডর কিংবা আইলা কবলিত মানুষগুলোর কাছে দেখি, নোনাপানির সাগরে কেমন করে লড়াই করছে অস্তিত্বের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য চট্বগ্রামের মানুষগুলোর কাছে যারা হারাতে বসেছে মায়ের শেখানো বুলি,বাস্তুভিটা সময় হলে চল যাই উত্তরবংগে যেখানে মংগাকে সংগে করে দিনাতিপাত করে আমার জন্মদাতার মা,মাটি সময় যদি হয় রাজধানীর দোতলা বস্তিগুলো দেখি চল যাদের ঘামে নিশ্চিত হয় আমাদের বেঁচে থাকা সত্তর লাখ পোষাক শ্রমিকের জীবন দেখি যাদের সাথে পরিচয় নেই ভালো জামা কিংবা শাড়ীর-গায়ে জড়াবার যদি আর একটু সময় দাও তোমাকে নিতে চাই উদ্বাস্তু,যাযাবর চরম দারিদ্রসীমার নিচের নাম মাএ মানুষগুলোর কাছে তোমাকে জানাতে চাই এদেশের দুই-তৃতীয়াংশের বেশি মানুষ দু'বেলা পেটপুরে খেতে পারে না জান,ভালবাসার কবিতা আমার একথাগুলো শোনবার লোক নেই তাই তামাকেই শোনাই নিশুতি রাতের দীর্ঘশ্বাস যেখানে মধ্যরাতের আঁধার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।