আমাদের কথা খুঁজে নিন

   

আইসিসির সিদ্ধান্তগুলো ভাল। তবে.....

http://www.facebook.com/Kobitar.Khata

ক্রিকেট খেলায় ব্যাপক পরিবর্তন আসছে। এবং সেগুলো টেষ্ট, ওয়ানডে, টি টুয়েন্টি সহ সব ফরমেটের ক্রিকেটেই। পরিবর্তন গুলোর মধ্যে রয়েছে- ১. রেফারেল পদ্ধতি ক্রিকেটের সব ফরম্যাটেই বাধ্যতামূলক করা। ২. ওয়ানডেতে উভয় ইনিংসে উভয় প্রান্ত থেকে দুটি করে বল ব্যবহার করা। যদিও ওয়ানডেতে উভয় ইনিংসে উভয় প্রান্ত থেকে দুটি করে বল ব্যবহার করার উপকারিতা কি আমি ঠিক বুঝতে পারিনি। এগুলো ছাড়াও আরো যে সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অপেক্ষায় তা হলো- ১. ডে-নাইট টেস্টে কোন রঙের বল ব্যবহার করা হবে সে ব্যাপারে সিদ্ধান্ত হলেই চালু হবে ডে-নাইট টেস্ট । ২. পাওয়ার প্লের ব্যাপারে ইনিংসের ১৬ থেকে ৪০ ওভারের মধ্যে ব্যাটিং ও বোলিং পাওয়ার প্লে নেওয়ার ব্যাপারে দলগুলোকে অনুমতি দেওয়া উচিত বলে সুপারিশ করেছে কমিটি। ৩.ওয়ানডে ক্রিকেটের একজন বোলারের সর্বোচ্চ ১০ ওভারের কোটা তুলে নেওয়ার ব্যাপারেও সুপারিশ হয়েছে। এ সিদ্ধান্তগুলো আন্তর্জাতিক ক্রিকেটে বাস্তবায়ন হওয়ার আগে বিভিন্ন দেশের ঘরোয়া ক্রিকেটে পরীক্ষামূলকভাবে চালু করা উচিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.