আমাদের কথা খুঁজে নিন

   

সবুজ চত্ত্বর রায় পবার গ্রীল নির্মাণ উদ্বোধন এবং পরিচ্ছন্নতা কর্মসূচী


সবুজ চত্ত্বর রায় পবার গ্রীল নির্মাণ উদ্বোধন এবং পরিচ্ছন্নতা কর্মসূচী মিরপুর ২ নং সেকশনে অবস্থিত সবুজ চত্ত্বরটি অত্র এলাকার পরিবেশগত এবং সামাজিক বিনোদনের অন্যতম একটি স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। কিন্তু কতিপয় ভূমিদস্যু এটি ধ্বংস করে অপ্রয়োজনীয় মার্কেট নির্মাণের পায়তারা চালাচ্ছে। সবুজ চত্ত্বর রায় সকলকে সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে। আজ ০৯ মে ২০১১, সকাল ১০:৩০ টায় পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও সবুজ চত্ত্বর রা ও পার্ক বাস্তবায়ন কমিটি এর যৌথ উদ্যোগে সবুজ চত্ত্বর রায় পবার গ্রীল নির্মাণ উদ্বোধন এবং পরিচ্ছন্নতা কর্মসূচীতে বক্তারা একথা বলেন। গ্রীল নির্মাণ এবং পরিচ্ছন্নতা কর্মসূচী উদ্বোধন করেন বিশিষ্ঠ স্থপতি অধ্যাপক সামসুল ওয়ারেস ও বাংলাদেশ সরকারের সাবেক প্রধান স্থপতি এম এ রশিদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পবার চেয়ারম্যান আবু নাসের খান, পার্ক ও সবুজ চত্ত্বর বাস্তবায়ন পরিষদের সভাপতি ইয়াকুব আলী, ৭ নং ওয়ার্ড কমিশনার বজলুল বাসিদ আঞ্জু, এলাকাবাসী এ কে এম মোরশেদ, জাহেদা খাতুন, হাজী ওয়াহিদ মিয়া, মো: আমীর হোসেন প্রমুখ। আবু নাসের খান বলেন, মহানগরীর পরিবেশ ও নাগরিক জীবনে সবুজ চত্ত্বর, খেলার মাঠ, খোলা জায়গা, গাছপালার গুরুত্ব অপরিসীম। শহরাঞ্চলে এলাকাভিত্তিক অনেকটুকু জায়গা জুড়ে গাছপালা থাকলে তা বাতাসের দূষিত গ্যাস শোষণ করে নির্মল বাতাস দেয়। বাতাসে ধুলিকণা কমায়, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। শিশুসহ অন্যান্যদের শারীরিক বিকাশে খেলাধুলা, হেঁটে বেড়ানোর বা বিশ্রামের সুযোগ সৃষ্টি করে।

অথচ কখনো কখনো ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে পরিবেশ ও জীবনের এ অমূল্য উপাদানগুলো ধ্বংস করতে মরিয়া হয়ে উঠে এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল। তেমনি নির্বিচার আগ্রাসনের খপ্পরে পড়েছে মিরপুর ২ নং সেকশনে অবস্থিত সবুজ চত্ত্বরটি। জীবন ও পরিবেশের এ শত্র“দেরকে কঠোর হস্তে দমন করতে হবে। বক্তারা জানান, ২০০৭ সালে ১৬ এপ্রিল কতিপয় ভূমিদস্যু কর্তৃক মিরপুর ২ নং সেকশনে অবস্থিত সবুজ চত্ত্বরের শত শত গাছ হত্যা করে বাণিজ্যিক মার্কেট নির্মাণের চেষ্টা করে। কিছু অসাধু সরকারী কর্মকর্তার যোগসাজসে এবং পুলিশ বাহিনীর সহায়তায় তারা বুলড্রোজার দিয়ে বৃ নিধনযজ্ঞ চালায়।

এলাকাবাসী প্রতিবাদ করতে গেলে পুলিশ বেধড়ক লাঠি চার্জ শুরু করে এবং কয়েকজনকে গাছের সাথে বেঁধে রাখে। এ সংবাদ জানতে পেরে পবিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এর টিম উক্ত স্থানে উপস্থিত হয় এবং এলাকাবাসীদের সাথে নিয়ে এ বর্বর তান্ডবতার তিব্র প্রতিবাদ জানানোর ফলে সাময়িকভাবে গাছ হত্যা বন্ধ হয়। সবুজ চত্ত্বর রায় ধারাবাহিক আন্দোলনের ফলে তৎকালীন তত্বাবধায়ক সরকারের দুইজন উপদেষ্টা সরেজমিনে উপস্থিত হয়ে সবুজ চত্ত্বরের স্থলে বাণিজ্যিক মার্কেট নির্মাণের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে এবং পরবর্তি সময়ে উচ্চতর আদালত ‘মিরপুর সবুজ চত্ত্বরটি ধ্বংস করা যাবেনা’ মর্মে আদেশ জারি করে। এ আন্দোলনের সমর্থনে সে সময় মিডিয়ার ভুমিকা ছিল অত্যন্ত উজ্জলতর। কিন্তু দীর্ঘ সময় নিরব থাকার পর আবার পূনরায় স্বার্থান্বেষী মহল সবুজ চত্ত্বরটি বিনাশ করে মার্কেট নির্মাণের পায়তারা চালাচ্ছে।

আবারো শত শত গাছ হত্যা করা হবে। নির্মাণ করা হবে অপ্রয়োজনীয় মার্কেট। আইনগতভাবে এবং আন্দোলনের মাধ্যমে এ পরিবেশ বিধ্বংসী অপতৎপরতা প্রতিহত করতে হবে। এলাকাবাসীরা দাবী জানান, বাচ্চাদের খেলা ধুলার সরঞ্জামাদি সহ বয়স্কদের হেঁটে বেড়ানোর বা বিশ্রামের ব্যবস্থা ছিল এই সবুজ চত্ত্বরে। অত্র এলাকার মানুষের বিনোদনের এবং মানসিক প্রশান্তির এই উদ্যান রাস্তা নির্মাণের ফলে অনেকটা সংকুচিত হয়ে গেছে বাকিটুকুও ধ্বংস করতে একটি মহল উঠে পড়ে লেগেছে।

সবুজ চত্ত্বর রায় সরকারের যথাযথ হস্তপে জরুরী। মিরপুর ২ নং সেকশনে অবস্থিত সবুজ চত্ত্বরটি অত্র এলাকার পরিবেশগত এবং সামাজিক বিনোদনের অন্যতম একটি স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। কিন্তু কতিপয় ভূমিদস্যু এটি ধ্বংস করে অপ্রয়োজনীয় মার্কেট নির্মাণের পায়তারা চালাচ্ছে। সবুজ চত্ত্বর রায় সকলকে সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে। আজ ০৯ মে ২০১১, সকাল ১০:৩০ টায় পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও সবুজ চত্ত্বর রা ও পার্ক বাস্তবায়ন কমিটি এর যৌথ উদ্যোগে সবুজ চত্ত্বর রায় পবার গ্রীল নির্মাণ উদ্বোধন এবং পরিচ্ছন্নতা কর্মসূচীতে বক্তারা একথা বলেন।

গ্রীল নির্মাণ এবং পরিচ্ছন্নতা কর্মসূচী উদ্বোধন করেন বিশিষ্ঠ স্থপতি অধ্যাপক সামসুল ওয়ারেস ও বাংলাদেশ সরকারের সাবেক প্রধান স্থপতি এম এ রশিদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পবার চেয়ারম্যান আবু নাসের খান, পার্ক ও সবুজ চত্ত্বর বাস্তবায়ন পরিষদের সভাপতি ইয়াকুব আলী, ৭ নং ওয়ার্ড কমিশনার বজলুল বাসিদ আঞ্জু, এলাকাবাসী এ কে এম মোরশেদ, জাহেদা খাতুন, হাজী ওয়াহিদ মিয়া, মো: আমীর হোসেন প্রমুখ। আবু নাসের খান বলেন, মহানগরীর পরিবেশ ও নাগরিক জীবনে সবুজ চত্ত্বর, খেলার মাঠ, খোলা জায়গা, গাছপালার গুরুত্ব অপরিসীম। শহরাঞ্চলে এলাকাভিত্তিক অনেকটুকু জায়গা জুড়ে গাছপালা থাকলে তা বাতাসের দূষিত গ্যাস শোষণ করে নির্মল বাতাস দেয়। বাতাসে ধুলিকণা কমায়, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।

শিশুসহ অন্যান্যদের শারীরিক বিকাশে খেলাধুলা, হেঁটে বেড়ানোর বা বিশ্রামের সুযোগ সৃষ্টি করে। অথচ কখনো কখনো ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে পরিবেশ ও জীবনের এ অমূল্য উপাদানগুলো ধ্বংস করতে মরিয়া হয়ে উঠে এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল। তেমনি নির্বিচার আগ্রাসনের খপ্পরে পড়েছে মিরপুর ২ নং সেকশনে অবস্থিত সবুজ চত্ত্বরটি। জীবন ও পরিবেশের এ শত্র“দেরকে কঠোর হস্তে দমন করতে হবে। বক্তারা জানান, ২০০৭ সালে ১৬ এপ্রিল কতিপয় ভূমিদস্যু কর্তৃক মিরপুর ২ নং সেকশনে অবস্থিত সবুজ চত্ত্বরের শত শত গাছ হত্যা করে বাণিজ্যিক মার্কেট নির্মাণের চেষ্টা করে।

কিছু অসাধু সরকারী কর্মকর্তার যোগসাজসে এবং পুলিশ বাহিনীর সহায়তায় তারা বুলড্রোজার দিয়ে বৃ নিধনযজ্ঞ চালায়। এলাকাবাসী প্রতিবাদ করতে গেলে পুলিশ বেধড়ক লাঠি চার্জ শুরু করে এবং কয়েকজনকে গাছের সাথে বেঁধে রাখে। এ সংবাদ জানতে পেরে পবিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এর টিম উক্ত স্থানে উপস্থিত হয় এবং এলাকাবাসীদের সাথে নিয়ে এ বর্বর তান্ডবতার তিব্র প্রতিবাদ জানানোর ফলে সাময়িকভাবে গাছ হত্যা বন্ধ হয়। সবুজ চত্ত্বর রায় ধারাবাহিক আন্দোলনের ফলে তৎকালীন তত্বাবধায়ক সরকারের দুইজন উপদেষ্টা সরেজমিনে উপস্থিত হয়ে সবুজ চত্ত্বরের স্থলে বাণিজ্যিক মার্কেট নির্মাণের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে এবং পরবর্তি সময়ে উচ্চতর আদালত ‘মিরপুর সবুজ চত্ত্বরটি ধ্বংস করা যাবেনা’ মর্মে আদেশ জারি করে। এ আন্দোলনের সমর্থনে সে সময় মিডিয়ার ভুমিকা ছিল অত্যন্ত উজ্জলতর।

কিন্তু দীর্ঘ সময় নিরব থাকার পর আবার পূনরায় স্বার্থান্বেষী মহল সবুজ চত্ত্বরটি বিনাশ করে মার্কেট নির্মাণের পায়তারা চালাচ্ছে। আবারো শত শত গাছ হত্যা করা হবে। নির্মাণ করা হবে অপ্রয়োজনীয় মার্কেট। আইনগতভাবে এবং আন্দোলনের মাধ্যমে এ পরিবেশ বিধ্বংসী অপতৎপরতা প্রতিহত করতে হবে। এলাকাবাসীরা দাবী জানান, বাচ্চাদের খেলা ধুলার সরঞ্জামাদি সহ বয়স্কদের হেঁটে বেড়ানোর বা বিশ্রামের ব্যবস্থা ছিল এই সবুজ চত্ত্বরে।

অত্র এলাকার মানুষের বিনোদনের এবং মানসিক প্রশান্তির এই উদ্যান রাস্তা নির্মাণের ফলে অনেকটা সংকুচিত হয়ে গেছে বাকিটুকুও ধ্বংস করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। সবুজ চত্ত্বর রায় সরকারের যথাযথ হস্তপে জরুরী।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।