আমাদের কথা খুঁজে নিন

   

লাদেনের লাশ দাফন না করে সাগরে সমাধি কেন



ওসামা বিন লাদেন মরল কি বাঁচল সেটা পরের প্রশ্ন। কিন্তু যদি ওসামার লাশ আরব সাগরে সমাধিস্থ করা হয় তাহলে বিষয়টি মুসলমানদের জন্য কেমন ঘটনা? লাদেন মরলে কেউ কেউ ফায়দা হাসিল করবে। লাদেনকে বাঁচিয়ে রেখেও কেউ কেউ ফায়দা হাসিল করেছে। লাদেন কি বস্তু ইতিহাসে অনেক দিন পর উদঘাটন হবে। এখন ইতিহাস আপাতত ক্ষমতাসীনদের দ্বারা নিয়ন্ত্রিত।

কেননা এতদিন লাদেন মরেনি বলে তারা সবাইকে বিশ্বাস করিয়েছে। এখন বিশ্বাস করাবে লাদেন মৃত বলে। নানা বিতর্ক সামনে আসছে। অনেক প্রশ্ন ইতোমধ্যেই জমা হয়েছে। পক্ষ বিপক্ষ সৃষ্টি হয়েছে।

অনেকেই সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করছে। কিন্তু আমার প্রশ্ন ভিন্ন খানে। একজন মুসমান হিসেবে লাদেনের সমাধি করার দায়িত্ব কি ওবামার বা খৃস্টানদের? লাদেন সত্য না লাদেন মিথ্যা তা বিচার আল্লাহই করবেন। একজন মুসলমানের মৃত্যুর পর দাফন হবে এটাই স্বাভাবিক। লাদেনের কর্মকাণ্ড নিয়ে বিতর্ক, বিভ্রান্তি, ধূম্রজাল হতে পারে।

থাকতে পারে। কিন্তু লাদেন মুসলমান। সে কখনোই আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেছে এরকম কথা শোনা যায়নি। তাহলে মুসলমান হিসেবে মুসলমানরা লাদেনের সাগরে সমাধি করাকে কি করে সমর্থন করতে পারে? কিভাবে প্রতিবাদহীন ছেড়ে দেয়া হয় বিষয়টিকে। মুসলমানদের কি কোনোই অস্তিত্ব নেই পৃথিবীতে।

কেউ কি এর শক্ত প্রতিবাদ করতে পারে না। যদি ধরাও হয় লাদেন ভয়ঙ্কর সন্ত্রাসী তাহলেও কি ইসলামী রীতিতে দাফন বাদে সাগরে সমাধি করা হবে? তাও আবার বিধর্মী মার্কিনীদের দ্বারা? লাদেনকে হত্যার পর তো সবারই বলা উচিত ছিল তার লাশ তার পরিবারের বা যারা নিতে ইচ্ছুক তাদের কাছে হস্তান্তর করা। হায়! দুর্বল, ভীরু, কাপুরুষ শাসকবর্গ। একজন ভয়ঙ্কর সন্ত্রাসীর(!?) লাশ যার ঈমান আমল এর বিচার আল্লাহর হাতে তাকে সাগরে সমাহিত করে কি গোটা মুসলমানের সাথে ঠাট্টা করল ওবামা। একজন ফাঁসির আসামীকে মৃত্যুদণ্ড দেয়ার পরেও তো তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় উপযুক্ত দাফন কাফনের ব্যবস্থা করার জন্য।

লাদেনের সাথে এরকম ব্যবহার করে প্রকান্তরের মুসলমানদের কি শিক্ষা দেয়া হলো? ইসলামে সন্ত্রাসের কোনো স্থান নেই। লাদেনের সন্ত্রাসের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। লাদেনের সন্ত্রাস তার নিজস্ব। কিন্তু সাগরে সমাধি করার মাধ্যমে ইসলামের একটি গুরুত্বপূর্ণ রীতিকে এভাবে হেয় করা আর মুসলমানদের সন্ত্রাসী আখ্যার ভয়ে মুখ বুজে ওবামার সিদ্ধান্ত মেনে নেয়া কিসের লক্ষণ তা ভেবে দেখা উচিত।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.