আমাদের কথা খুঁজে নিন

   

লাদেনের মৃত্যু এবং কিছু কথা

জীবনটাকে খুব ভালোবাসি

ওসামা বিন লাদেনের মৃত্যুতে আনন্দ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা । ৯/১১ এর পর দীর্ঘ দশ বছর সারা পৃথিবীতে তন্নতন্ন করে খোজার পর অবশেষে লাদেনের খোজ পেল আমেরিকা। তাদের দাবি রবিবার মধ্য রাতের অভিযানে লাদেন নিহত হয়েছে। আমাদের প্রশ্ন লাদেন নিহত হলে তাঁর লাশ কোথায়? আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের লাশের ছবি প্রকাশ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। সিবিএস টেলিভিশনের 'সিঙ্টি মিনিটস' অনুষ্ঠানের জন্য দেওয়া সাক্ষাৎকারে ওবামা তাঁর এ সিদ্ধান্তের কথা জানান।

তাহলে প্রশ্ন থেকে যায় আমেরিকার কমান্ডো বাহিনী কি লাদেনকে হত্যা করতে পেরেছে? নাকি এটা পাকিস্তানের উপর হামলার ষড়যন্ত্র? ওসামা বিন লাদেন নিহত হয়েছেন_এ কথা বিশ্বাস হচ্ছে না অনেকেরই। বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তাঁর মৃত্যুর প্রমাণস্বরূপ মৃতদেহের ছবি প্রকাশ করার দাবি জানাচ্ছে। আল-কায়েদাও বলেছে, তাদের নেতার মৃত্যুর প্রমাণ দিতে হবে। বিন লাদেনের মৃতদেহের ছবি প্রকাশ করা হবে কি না_এ নিয়ে শুরু হওয়া বিতর্কের পরিপ্রেক্ষিতে ওই অনুষ্ঠানের জন্য গৃহীত সাক্ষাৎকারে ওবামা তাঁর এ সিদ্ধান্ত জানিয়ে সব দ্বিধার অবসান ঘটালেন। এতে লাদেন নিহত হয়েছেন এ নিয়ে যাদের মনে অবিশ্বাস ছিল তাদের সন্দেহের মাত্রা আরো বাড়তে পারে।

ওবামা প্রশাসন এবং মার্কিনীদের দাবি তারা নাকি লাদেনের লাশ মুসলিমদের ধর্মীয় রীতি অনুযায়ী দাফন সম্পন্ন করেছে। এটা কি করে সম্ভব যে বর্তমানে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু আমেরিকা লাদেনকে মারার পর আবার মুসলমানদের রীতি অনুসারে দাফন করেছে? এটা কি কোন পাগলেও বিশ্বাস করবে? আমেরিকা সবসময় মানবতার কথা বলে , অথচ তারাই সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করে। তা না হলে নিরস্র লাদেনকে তারা কিভাবে হত্যা করলো? ইচ্ছে করলে আটক করতে করতে পারতো। টিকি ভায়েরা আপনারাই বলুন লাদেনকে কি তারা আদৌ হত্যা করতে পেরেছে?????????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.