আমাদের কথা খুঁজে নিন

   

লাদেনের খবর নাই !

অনেক হাসি-কান্না মিথ্যা হতে পারে কিন্তু প্রতিটি দীর্ঘশ্বস'ই সত্য।
খুবই অবাক লাগছে, ফিলিস্তিনিদের উপর ইসরায়িলি বর্বরতা অব্যাহত থাকা সত্বেও এখন পর্যন্ত লাদেন বা তালেবানের অন্য কোন নেতার কোন বক্তব্য পাওয়া যাচ্ছে না। লাদেন কি মরে গেছে নাকি হামাসের সাথে তালেবানদের কোন শত্রুতা আছে? ২০০৪ এর শেষের দিকে যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে লাদেনর একটি ভিডিও প্রচারিত হয়েছিল তার পর আর তাকে দেখা যায়নি। আমার মত অনেকেই মনে করেন লাদেন বুশের কব্জায় আছে আর বুশ সন্ত্রাস বিরোধী অভিযানের যৌক্তিতকা কোনভাবে ক্ষতিগ্রস্থ হতে দেখলেই লাদেন কে দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটা ঘোষনা ছুড়ি দেয়। নির্বাচনের আগে ভোটারদের কাছে সন্ত্রাস বিরোধী অভিযানের যৌক্তিতকা প্রমান করতে বুশ লাদেনকে একইভাবে ব্যবহার করেছিল। বুশ ক্ষমতা ছাড়ার পরপরই তালেবান নিশ্চুপ, ইসরাইলের বেপরওয়া মুসলিম হত্যার পরও তারা কোন কথা বলছে না। খুবই আশ্চর্যজনক, বুশ নাই তো লাদেন নাই।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.