আমাদের কথা খুঁজে নিন

   

"জীবনানন্দ দাশের অপ্রকাশিত কবিতা"



"কারা কবে" কারা কবে কথা বলেছিল। ভালবেসে এসেছিল কাছে, তারা নেই, তাদের প্রতীক হয়ে তবু প্রাচীন কয়েকটি গাছ আছে ; নক্ষত্ররা রয়ে গেছে নদীর ওপারে চারি দিকে প্রান্তর ও ঘাস, দু-চারটে ঘরবাড়ি নীড় ও শিশির কূলেকূলে একলা আকাশ তারা ছিল, তারা কউ নেই ; মনে ক'রে জীবন তবুও তার নিবিড় বিনয়ে নিজেকে আগুনে ক্ষয় ক'রে জেগে থাকে স্হির, আরো স্হির আলোকের মতো হয়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।